ইব্রাহিমের মাজার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

স্থানীয়ভাবে লাল শাহবাজ দরগা নামে পরিচিত ইব্রাহিমের মাজার টি ভারত এর গুজরাটের কচ্ছ জেলার ভদ্রেশর এ প্রায় ১১৬০ সালের দিকে নির্মিত হয়েছিল। এটি ভারতের প্রাথমিক ইসলামিক স্মৃতিস্তম্ভগুলির মধ্যে অন্যতম।মাজারটি ভুলভাবে লাল শাহবাজ কলন্দর এর বলে দাবি করা হয়, যার মাজারটি পাকিস্তানে অবস্থিত। [১]

মাজার[সম্পাদনা]

মাজারটি একটি ছোট প্রাচীর ঘিরে একটি বর্গাকার পিরামিড আকৃতির গম্বুজ রয়েছে, যার অভ্যন্তর গোলাকার এবং প্রাচীরের বিপরীতে আটটি স্তম্ভ রয়েছে। বারান্দার ছাদটি সমতল , ৯×৩ টি ছোট স্কোয়ারে বিভক্ত, প্রতিটির ভিতরে পদ্ম ফুল রয়েছে। লতা-অলঙ্কারযুক্ত প্রধান প্রাচীর এর উপরে আর্কিট্রেভের বৃত্তাকার, বড় স্কোয়ার কুফিক অক্ষরে আরব শিলালিপির একটি গভীর রেখা রয়েছে এবং প্রাচীরের ডান প্রান্তে শিলালিপির দুটি লাইন রয়েছে। ময়দানের কয়েকটি কবরে কুফিক শিলালিপিও রয়েছে। ১১৬০ সালে নির্মিত এই এপিগ্রাফ টি ভারতের কুফিক স্ক্রিপ্টের প্রথম ব্যবহার হিসেবে চিহ্নিত হয়। স্মৃতিস্তম্ভের একটি শিলালিপি অনুসারে এটি ইব্রাহিমের মাজার। [২] [৩] [৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

 

  1. Shokoohy, Mehrdad (১৯৮৮)। Bhadreśvar: The Oldest Islamic Monuments in India। BRILL। পৃষ্ঠা 14। আইএসবিএন 9789004083417 
  2. Shastri, Parth (২৪ ফেব্রুয়ারি ২০১২)। "Epigraphs from Sultanate period in Guj show integration of faiths"The Times of India। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০১৪ 
  3. Gazetteer of the Bombay Presidency: Cutch, Palanpur, and Mahi Kantha (Public Domain text)। Printed at the Government Central Press। ১৮৮০। পৃষ্ঠা 215। 
  4. James Burgess (১৮৭৬)। Report on the Antiquities of Kutch & Kathiawar: Being the Result of the Second Season's Operations of the Archaeological Survey of Western India, 1874-1875। India Museum। পৃষ্ঠা 205–210। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০১৬  Alt URL ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৯ আগস্ট ২০১৬ তারিখে