ইন্দ্রসেন রেড্ডি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ইন্দ্রসেনা রেড্ডি থেকে পুনর্নির্দেশিত)
বিজেপি নেতা কৃষ্ণসাগির রাও, শ্রীকৃষ্ণ রেড্ডি ও দত্তাত্রেয় রেড্ডির সাথে ইন্দ্রসেন রেড্ডি

ইন্দ্রসেন রেড্ডি তেলেঙ্গানার ভারতীয় রাজনীতিবিদ। তিনি ভারতীয় জনতা পার্টির জাতীয় সম্পাদক।[তথ্যসূত্র প্রয়োজন] তিনি আগে দলের রাজ্য ইউনিটের সভাপতি ছিলেন। [১][২] ইন্দ্রসেনা রেড্ডি তিনবার এমএলএ নির্বাচিত হন, প্রথমবার ১৯৮৩ সালে ৩৩ বছর বয়সে, ১৯৮৫ সালে হায়দরাবাদের মালাকপেট থেকে এবং ১৯৯৯ সালে তিনি আবারও নির্বাচিত হন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Indrasena Reddy to be Andhra BJP president ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১২-১০-২১ তারিখে, The Times Of India
  2. "BJP sees Pak. hand in `attack' on Indrasena Reddy"। ১৩ জানুয়ারি ২০০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০২১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]