দ্য ইন্ডিয়া গেজেট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ইন্ডিয়া গেজেট থেকে পুনর্নির্দেশিত)
দ্য ইন্ডিয়া গেজেট
"ইন্ডিয়া গেজেট" এর প্রথম পৃষ্ঠা, ২৫ নভেম্বর ১৭৮০
ধরনসাপ্তাহিক পত্রিকা
প্রকাশকবার্নার্ড মেসিঙ্ক এবং পিটার রিড
প্রতিষ্ঠাকাল১৮ নভেম্বর ১৭৮০
সদর দপ্তরকলকাতা, ব্রিটিশ ভারত
দেশব্রিটিশ ভারত

ইন্ডিয়া গেজেট; অথবা, ক্যালকাট্টা পাবলিক অ্যাডভার্টাইজার ছিল ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা (তৎকালীন কলকাতা) থেকে প্রকাশিত একটি ইংরেজি ভাষার সাপ্তাহিক সংবাদপত্র। এটি ছিল ভারতে মুদ্রিত দ্বিতীয় সংবাদপত্র। ইস্ট ইন্ডিয়া কোম্পানির দুই কর্মচারী বার্নার্ড মেসিঙ্ক এবং পিটার রিড দ্বারা প্রতিষ্ঠিত, কাগজটি গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের প্রশাসনের একটি শক্তিশালী সমর্থক এবং ভারতের প্রথম সংবাদপত্র হিকি'স বেঙ্গল গেজেটের প্রতিদ্বন্দ্বী ছিল। [১] এটি ১৮ নভেম্বর ১৭৮০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Andrew, Otis (২০১৮)। Hicky's Bengal Gazette: The Untold Story of India's First Newspaper। Tranquebar। পৃষ্ঠা 92–97। আইএসবিএন 9789386850911