ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি থেকে পুনর্নির্দেশিত)
Institute of Medical Technology
ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি
ধরনপ্রাইভেট মেডিকেল ইনস্টিটিউট
স্থাপিত২০০৫
আচার্যআব্দুল হামিদ
অধ্যক্ষডাঃ মোঃ আবদুল মালেক সরকার
ডিনপ্রফেসর ডা: খান আবুল কালাম আজাদ
ঠিকানা
পুরাতন পল্লবী থানা, সেক্টর ৪, মিরপুর ১২, ঢাকা
, ,
সংক্ষিপ্ত নামIMT
অধিভুক্তিচিকিৎসা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়
ওয়েবসাইটwww.imt.edu.bd

ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি বাংলাদেশের ঢাকা শহরে অবস্থিত একটি স্নাতক পর্যায়ের বেসরকারী মেডিকেল ইনস্টিটিউট। ২০০৫ সালে এই ইনস্টিটিউটটি প্রতিষ্ঠিত হয়। এ শিক্ষাপ্রতিষ্ঠানটি ঢাকা বিশ্ববিদ্যালয় এর চিকিৎসা অনুষদের অধিভুক্ত ও এটি চার বছর মেয়াদী বিএসসি ইন হেলথ টেকনোলজি, বিএসসি ইন নার্সিং এবং পাঁচ বছর মেয়াদি বিএসসি ইন ফিজিওথেরাপি ডিগ্রি প্রদান করে থাকে।

ইতিহাস[সম্পাদনা]

২০০৫ সালে প্রতিষ্ঠালাভ করে পর্যায়ক্রমে প্রযুক্তি ও আসন সংখ্যা বৃদ্ধি পেয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ০৩ টি কোর্স ও ১৮০টি আসনে উন্নীত হয়।

ক্যাম্পাস[সম্পাদনা]

মিরপুর ১২-এর সেক্টর ৪-এর পল্লবী পুরাতন থানার কাছে ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি অবস্থিত।

ভর্তি প্রক্রিয়া ও শিক্ষা কার্যক্রম[সম্পাদনা]

এস.এস.সি ও এইচ.এস.সি অথবা সমমানের পরীক্ষায় পদার্থ, রসায়ন, জীববিজ্ঞানসহ ন্যূনতম দুই (০২) টিতে সর্বমোট জি.পি.এ-৬.০০ (ছয়) প্রাপ্ত (হেলথ টেকনোলজি) এবং জি.পি.এ-৭.০০ (ছয়) প্রাপ্ত (ফিজিওথেরাপি) ,

তবে এস.এস.সি অথবা এইচ.এস.সি কোনটিতেই জি.পি.এ-২.৫০ এর নীচে গ্রহণযোগ্য নয়।

পাশের বছরঃ

বিগত ৩ সালের উচ্চমাধ্যমিক / সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বিদ্রঃ তবে সরকারী নীতিমালা পরিবর্তন সাপেক্ষে ভর্তির নীতিমালা পরিবর্তন হতে পারে।

কোর্স সমূহ[সম্পাদনা]

  • বিএসসি ইন ফিজিওথেরাপি (BScPT)
  • বিএসসি ইন হেলথ টেকনোলজি (BScHT)
  • বিএসসি ইন রেডিওলোজি (ভবিষ্যতে চালু হবে)
  • বিএসসি ইন নার্সিং (BSN)

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]