ইচিরো ওডা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইচিরো ওডা
尾田 栄一郎
জন্মইচিরো ওডা (尾田 栄一郎)
(1975-01-01) ১ জানুয়ারি ১৯৭৫ (বয়স ৪৯)
কুমামতো, জাপান
ছদ্মনামসুকিহিমিজু কিকোন্দো (月火水木金土)
পেশামাঙ্গাকা (মাঙ্গা শিল্পী)
জাতীয়তাজাপানী
উল্লেখযোগ্য রচনাবলিওয়ান পিস
সক্রিয় বছর১৯৯২–বর্তমান
দাম্পত্যসঙ্গীচিয়াকি ইনাবা (বি. ২০০৪)
সন্তান

স্বাক্ষর

ইচিরো ওডা (জাপানি: 尾田 栄一郎) (জন্ম: জানুয়ারি ১, ১৯৭৫) একজন স্বনামধন্য জাপানি মাঙ্গা চিত্রশিল্পী। তিনি অনেক মাঙ্গা লিখেছেন এবং চিত্রিত করেছেন। তবে মাঙ্গা সিরিজ ইতিহাসের সর্বকালের সেরা ওয়ান পিস (১৯৯৭-বর্তমান) সিরিজের জন্য তিনি সুপরিচিত। নভেম্বর ২০১৯ পর্যন্ত ওয়ান পিস সিরিজ সারা বিশ্বে ৪৬০ মিলিয়ন কপি প্রকাশ হয়েছে, যা ইতিহাসের সর্বাধিক বিক্রিত মাঙ্গা সিরিজের রেকর্ড।[১] ওয়ান পিস সিরিজের জনপ্রিয়তার জন্য ওডাকে মাঙ্গা ইতিহাস পরিবর্তনের অন্যতম মাঙ্গা চিত্রশিল্পীর মধ্যে বিবেচনা করা হয়।

কর্মসমূহ[সম্পাদনা]

মাঙ্গা[সম্পাদনা]

  • ওয়ান্টেড! (১৯৯২)
  • ইক্কু ইয়াকো (一鬼夜行, ১৯৯৩)
  • মনস্টারস (১৯৯৪)
  • রোমান্স ডন (প্রথম সংস্করণ, ১৯৯৬)
  • রোমান্স ডন (দ্বিতীয় সংস্করণ, ১৯৯৬)
  • ওয়ান পিস (১৯৯৭ – চলছে)
  • ওয়ান্টেড! ইচিরো ওডা ছোট গল্প (ওয়ান্টেড! 尾田栄一郎短編集, ওডা ইচিরো ট্যান হেনশু, পূর্বের ছোট গল্পসমূহের সংগ্রহ, ১৯৯৮)
    • ওয়ান্টেড! (১৯৯২)
    • ইক্কি ইয়াকো
    • মনস্টারস
    • রোমান্স ডন (দ্বিতীয় সংস্করণ)
  • ক্রস এপোচ (২০০৭) – ড্রাগন বল ও ওয়ান পিসের ক্রসওভার
  • ডেভিল ফ্রুটের স্বাদ (実食! 悪魔の実!!, জিসশোকু! আকুমা নো মি!!, ২০১১) – টোরিকো ও ওয়ান পিসের মধ্যে ক্রসওভার

আর্ট বই[সম্পাদনা]

  • ওয়ান পিস কালার ওয়াক ১
  • ওয়ান পিস কালার ওয়াক ২
  • ওয়ান পিস কালার ওয়াক ৩ লায়ন
  • ওয়ান পিস কালার ওয়াক ৪ ঈগল
  • ওয়ান পিস কালার ওয়াক ৫ শার্ক
  • ওয়ান পিস কালার ওয়াক ৬ গরিলা
  • ওয়ান পিস কালার ওয়াক ৭ টায়রেনোসারাস
  • ওয়ান পিস কালার ওয়াক ৮ ওলফ

চলচ্চিত্র[সম্পাদনা]

  • ওয়ান পিস ফিল্ম: স্ট্রং ওয়ার্লড (২০০৯)
  • ওয়ান পিস ফিল্ম: জি (২০১২)
  • ওয়ান পিস ফিল্ম: গোল্ড (২০১৬)
  • ওয়ান পিস: স্টাম্পেড (২০১৯)

অন্যান্য[সম্পাদনা]

  • ওদাচির জন্য কণ্ঠ শিল্পী, এ চরিত্রটি ওয়ান পিস: ড্রিম সকার কিং! স্পেশালে থাকে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "One Piece Manga Has 460 Million Copies in Print Worldwide - News - Anime News Network"Anime News Network। ২০১৯-১১-০৭। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]