ইকুয়েডরের ভাষা
অবয়ব
স্পেনীয় ভাষা ইকুয়েডরের সরকারি ভাষা।[১] এখানকার প্রায় চার-পঞ্চমাংশ লোক স্পেনীয় ভাষাতে কথা বলেন। বাকী প্রায় ১৫% লোক কেচুয়া ভাষার বিভিন্ন উপভাষা ব্যবহার করেন। এর বাইরে আরও প্রায় ১০টির মত স্থানীয় আদিবাসী আমেরিকান ভাষা ইকুয়েডরে প্রচলিত।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Ecuador - Language | Privacy Shield"। www.privacyshield.gov (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৭।