ইকবাল করিম ভূঁইয়া
জেনারেল ইকবাল করিম ভুইয়া | |
---|---|
![]() | |
সেনা প্রধান, বাংলাদেশ সেনাবাহিনী | |
কাজের মেয়াদ ২৫ জুন ২০১২ – ২৫ জুন ২০১৫ | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | কুমিল্লা, পূর্ব পাকিস্তান (বর্তমানে বাংলাদেশ) | ২ জুন ১৯৫৭
দাম্পত্য সঙ্গী | তাহমিনা ইয়াসমিন[১] |
ধর্ম | ইসলাম |
সামরিক পরিষেবা | |
আনুগত্য | ![]() |
শাখা | ![]() |
কাজের মেয়াদ | ১৯৭৬-২০১৫ (৩৯ বছর) |
পদ | ![]() |
ইউনিট | ইস্ট বেঙ্গল রেজিমেন্ট |
কমান্ড | জেনারেল অফিসার কমান্ডিং: - ৯ম পদাতিক ডিভিশন, সাভার ২৪ পদাতিক ডিভিশন, চট্টগ্রাম জেনারেল স্টাফ প্রধান সেনা প্রধান |
যুদ্ধ | Counter Insurgency Operation in Chittagong Hill Tracts Operation Desert Storm UNAMSIL |
জেনারেল (অবঃ) ইকবাল করিম ভূঁইয়া (জন্ম: ২ জুন ১৯৫৭) হলেন বাংলাদেশের সাবেক সেনা প্রধান। [২] তিনি ২০১২ সালের ২৫ জুন দায়িত্ব গ্রহণ করেন এবং ২০১৫ সালের ২৫ জুন অবসর গ্রহণ করেন । ষোলতম সেনাপ্রধান হিসেবে তিনি জেনারেল আব্দুল মুবীনের স্থলাভিষিক্ত হয়েছিলেন।
পরিচ্ছেদসমূহ
জন্ম ও শিক্ষাজীবন[সম্পাদনা]
ইকবাল ২ জুন ১৯৫৭ সালে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন।[৩] তিনি ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। পরবর্তিতে তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমী হতে ৩য় বিএমএ স্বল্পমেয়াদী কোর্সে কমিশন লাভের মাধ্যমে সেনাবাহিনীতে বাহিনীতে অফিসার হিসেবে যোগদান করেন।
কর্মজীবন[সম্পাদনা]
১৯৭৬ সালের নভেম্বরে বিএমএ’র তৃতীয় কোর্সের ক্যাডেট হিসাবে সেনাবাহিনীতে যোগ দেন পদাতিক বাহিনীর কর্মকর্তা ইকবাল করিম ভূঁইয়া। তিনি নবম পদাতিক ডিভিশনের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১০ সালের মে মাসে তিনি পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হন। জাতিসংঘ মিশনে কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।[৪] তিনি সেনা প্রধান হওয়ার পূর্বে কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) হিসেবে কর্মরত ছিলেন। [৫]
সামরিক জীবন[সম্পাদনা]
পুরস্কার ও সম্মাননা[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৮ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুন ২০১৫।
- ↑ দৈনিক প্রথম আলো
- ↑ "Chief of Army Staff"। ২৮ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুন ২০১৫। অজানা প্যারামিটার
|1=
উপেক্ষা করা হয়েছে (সাহায্য) - ↑ বাংলানিউজ ২৪ ডট কম[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ দৈনিক মানবজমিন
বহি:সংযোগ[সম্পাদনা]
পূর্বসূরী জেনারেল আব্দুল মুবীন |
সেনা প্রধান, বাংলাদেশ সেনাবাহিনী ২৫ জুন ২০১২ - ২৫ জুন ২০১৫ |
উত্তরসূরী জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক |