ইউসুফ মনসুর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইউসুফ মনসুর
জন্ম১৯৪৪/১৯৪৫ (৭৮–৭৯ বছর)[১]
জাতীয়তামিশরীয়
শিক্ষানর্থ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটি
অবার্ন ইউনিভার্সিটি
পেশাঅংশিক মালিক, মনসুর গ্রুপ
দাম্পত্য সঙ্গীবিবাহিত
সন্তান
আত্মীয়মোহাম্মদ মনসুর (ভাই)
ইয়াসিন মনসুর (ভাই)

ইউসেফ মনসুর (জন্ম ১৯৪৪/১৯৪৫) একজন মিশরীয় ধনকুবের ব্যবসায়ী এবং মনসুর গ্রুপের মালিক।

জীবনের প্রথমার্ধ[সম্পাদনা]

তার দুই ভাই আছে যারা ধনকুবের, মোহাম্মদ মনসুর এবং ইয়াসিন মনসুর।

কর্মজীবন[সম্পাদনা]

২০২০ সালের মার্চ মাসে, ফোর্বস তার মোট মূল্য $১.৯ বিলিয়ন অনুমান করেছে।

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

তিনি পাঁচ সন্তানের জনক এবং কায়রোতে থাকেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Forbes profile: Youssef Mansour"Forbes। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২০