ইউসুফ ইয়াজিজি
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
জন্ম | ২৯ জানুয়ারি ১৯৯৭ | ||
জন্ম স্থান | ত্রাবজোন, তুরস্ক | ||
উচ্চতা | ১.৮৩ মিটার (৬ ফুট ০ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | লিল | ||
জার্সি নম্বর | ১২ | ||
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৫:৩৪, ৯ জুলাই ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
ইউসুফ ইয়াজিজি (তুর্কি: Yusuf Yazıcı; জন্ম: ২৯ জানুয়ারি ১৯৯৭) হলেন একজন তুর্কি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ফরাসি ক্লাব লিল এবং তুরস্ক জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় অথবা কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১৬ সালে, ইয়াজিজি তুরস্ক অনূর্ধ্ব-১৯ দলের হয়ে তুরস্কের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় এক বছর যাবত তুরস্কের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৭ সালে তুরস্কের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; তুরস্কের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৪৩ ম্যাচে ৩টি গোল করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]ইউসুফ ইয়াজিজি ১৯৯৭ সালের ২৯শে জানুয়ারি তারিখে তুরস্কের ত্রাবজোনে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]ইয়াজিজি তুরস্ক অনূর্ধ্ব-১৯ এবং তুরস্ক অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে তুরস্কের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৬ সালের ২৫শে ফেব্রুয়ারি তারিখে তিনি চেক প্রজাতন্ত্র অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ম্যাচে তুরস্ক অনূর্ধ্ব-১৯ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[১] তুরস্কের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ১ বছরে ৬ ম্যাচে অংশগ্রহণ করে ১টি গোল করেছেন।
২০১৭ সালের ১১ই জুন তারিখে, ২০ বছর, ৪ মাস ও ১৩ দিন বয়সে, বাম পায়ে ফুটবল খেলায় পারদর্শী ইয়াজিজি কসোভোর বিরুদ্ধে অনুষ্ঠিত ২০১৮ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে তুরস্কের হয়ে অভিষেক করেছেন।[২] উক্ত ম্যাচের ৭৪তম মিনিটে মধ্যমাঠের খেলোয়াড় ওয়ুজহান ওজিয়াকুপের বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[৩] ম্যাচে তিনি ১০ নম্বর জার্সি পরিধান করে আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৪] ম্যাচটি তুরস্ক ৪–১ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৫] তুরস্কের হয়ে অভিষেকের বছরে ইয়াজিজি সর্বমোট ৪ ম্যাচে অংশগ্রহণ করেছেন। জাতীয় দলের হয়ে অভিষেকের ২ বছর, ২ মাস ও ৩০ দিন পর, তুরস্কের জার্সি গায়ে প্রথম গোলটি করেছেন;[৬] ২০১৯ সালের ১০ই সেপ্টেম্বর তারিখে, মলদোভার বিরুদ্ধে ম্যাচের ৮৮তম মিনিটে জেঙ্ক তোসুনের অ্যাসিস্ট হতে তুরস্কের হয়ে ম্যাচের চতুর্থ গোলটি করার মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোলটি করেছেন।[৭][৮]
পরিসংখ্যান
[সম্পাদনা]আন্তর্জাতিক
[সম্পাদনা]- ৯ জুলাই ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
তুরস্ক | ২০১৭ | ৪ | ০ |
২০১৮ | ৬ | ০ | |
২০১৯ | ৯ | ১ | |
২০২০ | ৮ | ০ | |
২০২১ | ১১ | ১ | |
২০২২ | ১ | ০ | |
২০২৩ | ২ | ১ | |
২০২৪ | ২ | ০ | |
সর্বমোট | ৪৩ | ৩ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ https://www.transfermarkt.com/spiel/index/spielbericht/2666416
- ↑ https://int.soccerway.com/matches/2017/06/11/europe/wc-qualifying-europe/kosovo/turkey/2253308/
- ↑ https://www.worldfootball.net/report/wm-quali-europa-2016-2017-gruppe-i-kosovo-tuerkei/
- ↑ https://www.transfermarkt.com/spielbericht/index/spielbericht/2697842
- ↑ https://www.national-football-teams.com/matches/report/17679/Kosovo_Turkey.html
- ↑ https://int.soccerway.com/matches/2019/09/10/europe/european-championship-qualification/moldova/turkey/2942897/
- ↑ https://www.transfermarkt.com/spielbericht/index/spielbericht/3149764
- ↑ https://www.worldfootball.net/report/em-qualifikation-2019-2020-gruppe-h-moldau-tuerkei/
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইউসুফ ইয়াজিজি – ফিফা প্রতিযোগিতার রেকর্ড (ইংরেজি)
- ইউসুফ ইয়াজিজি – উয়েফা প্রতিযোগিতার রেকর্ড (আর্কাইভ) (ইংরেজি)
- সকারওয়েতে ইউসুফ ইয়াজিজি (ইংরেজি)
- সকারবেসে ইউসুফ ইয়াজিজি (ইংরেজি)
- বিডিফুটবলে ইউসুফ ইয়াজিজি (ইংরেজি)
- ইইউ-ফুটবলে ইউসুফ ইয়াজিজি (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে ইউসুফ ইয়াজিজি (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে ইউসুফ ইয়াজিজি (ইংরেজি)
- ইএসপিএন এফসিতে ইউসুফ ইয়াজিজি (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে ইউসুফ ইয়াজিজি (ইংরেজি)