ইউসি বার্কলি কলেজ অব কেমিস্ট্রি

স্থানাঙ্ক: ৩৭°৫২′২২.১৬″ উত্তর ১২২°১৫′২২.০৪″ পশ্চিম / ৩৭.৮৭২৮২২২° উত্তর ১২২.২৫৬১২২২° পশ্চিম / 37.8728222; -122.2561222
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ইউসি বার্কলে কলেজ অব কেমিস্ট্রি থেকে পুনর্নির্দেশিত)
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলি কলেজ অব কেমিস্ট্রি
ধরনপাবলিক প্রফেশনাল স্কুল
স্থাপিত১৮৭২
ডিনDouglas S. Clark
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
৮৯ [১]
স্নাতক৮১৫ (২০১২-১৩)[১]
স্নাতকোত্তর৫২৬ (২০১২-১৩)[১]
অবস্থান, ,
ওয়েবসাইটhttp://chemistry.berkeley.edu/
মানচিত্র

ইউসি বার্কলি কলেজ অব কেমিস্ট্রি হলো ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলি এর ১৪টি স্কুল ও কলেজের মধ্যে অন্যতম। এর রসায়ন বিভাগ বিশ্বের অন্যতম বৃহৎ এবং উৎপাদনশীল, যেখান থেকে প্রতি বছর প্রায় ৮০ জন শিক্ষার্থী ডক্টরেট ডিগ্রি লাভ করে। সিবোরজিয়াম মৌলটি এই এই বিভাগের সাবেক চেয়ারম্যান গ্লেন থিওডোর সিবোর্গ এর নামে নামকরণ করা হয়েছে।

ডিগ্রি[সম্পাদনা]

এই কলেজ তিনটি উপস্নাতক ডিগ্রি প্রদান করে : কেমিকৌশল, রসায়ন এবং কেমিক্যাল বায়োলজি।

শিক্ষকবৃন্দ[সম্পাদনা]

কলেজের বর্তমান শিক্ষকবৃন্দের মধ্যে রয়েছে ন্যাশনাল অ্যাকাডেমি অব ইঞ্জিনিয়ারিং এর ১০ জন সদস্য, ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস এর ২৮ জন সদস্য এবং আমেরিকান অ্যাকাডেমি অব আর্টস অ্যান্ড সায়েন্সেস এর ৩৩ জন সদস্য। শিক্ষকবৃন্দের মধ্যে ৩ জন ন্যাশনাল মেডেল অব সায়েন্স বিজয়ী রয়েছেন।

বিখ্যাত শিক্ষক[সম্পাদনা]

বিখ্যাত শিক্ষার্থী[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. UC Berkeley College of Chemistry। "Facts"। University of California, Berkeley। ৫ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১৩