ইউরিকো কইকে
ইউরেকো কইকে | |
---|---|
小池 百合子 | |
![]() | |
টোকিও গর্ভনর | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ১ আগস্ট ২০১৬ | |
পূর্বসূরী | Yōichi Masuzoe |
Minister of Defense | |
কাজের মেয়াদ ৪ জুলাই ২০০৭ – 27 August 2007 | |
প্রধানমন্ত্রী | শিনজো আবে |
পূর্বসূরী | Fumio Kyūma |
উত্তরসূরী | Masahiko Kōmura |
Minister of State for Okinawa and Northern Territories Affairs | |
কাজের মেয়াদ 27 September 2004 – 26 September 2006 | |
প্রধানমন্ত্রী | Junichirō Koizumi |
পূর্বসূরী | Toshimitsu Motegi |
উত্তরসূরী | Sanae Takaichi |
Minister of the Environment | |
কাজের মেয়াদ 22 September 2003 – 26 September 2006 | |
প্রধানমন্ত্রী | Junichirō Koizumi |
পূর্বসূরী | Shunichi Suzuki |
উত্তরসূরী | Masatoshi Wakabayashi |
Member of the House of Representatives for Tokyo's 10th district | |
কাজের মেয়াদ 11 September 2005 – 30 August 2009 | |
পূর্বসূরী | Kōki Kobayashi |
উত্তরসূরী | Takako Ebata |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | আসহাইয়া, জাপান | ১৫ জুলাই ১৯৫২
রাজনৈতিক দল | Tomin First (2017–present) |
অন্যান্য রাজনৈতিক দল | JNP (Before 1994) NFP (1994–1997) LP (1997–2000) NCP (2000–2003) LDP (2003–2017) Kibō (2017–2018) |
প্রাক্তন শিক্ষার্থী | Kwansei Gakuin University American University in Cairo Cairo University |
ওয়েবসাইট | Official website |
ইউরেকো কইকে একজন জাপানি রাজনীতিবিদ। তিনি এখন টোকিও মেট্রোপলিটন সরকারকে সহযোগিতা করে যাচ্ছেন। তিনি ইতিপূর্বে ১৯৯৩-২০১৬ পর্যন্ত জাপান হাউস অব রিপ্রেজেন্টটেটিভ এর সদস্য ছিলেন।
এই জাপানি নামে, বংশপরিচায়ক অংশটি হল "Koike"।
শৈশব কাল[সম্পাদনা]
জন্ম এবং বেড়ে ওঠেন ছোট শহর কৌবের নিকট আসহাইয়াতে । কোনান বালিকা জুনিয়র এেবং সিনিয়র বিদ্যালয়ে পড়ালেখা করেন। তার বাবা ছিলেন একজন ব্যবসায়ী ।
রাজনৈতিক জীবন[সম্পাদনা]
১৯৯২ সালে জাপন নিউ পার্টি থেকে হাউস অব কাউন্সিলর নির্বাচিত হন। ১৯৯৩ সালে হাউস অব রিপ্রেজেন্টটেটিভ নির্বাচিত হন । ১৯৯৬ সালে পুনুরায় নির্বাচিত হন, নিউফন্টেয়ার পার্টি থেকে। তিনি ২০০২ সালে ফেডারেল ডেমোক্রেট পার্টিতে যোগদান করেন।