ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক)
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) | |
---|---|
সংক্ষেপে | ইউপিডিএফ (গণতান্ত্রিক) |
প্রতিষ্ঠাতা | তপন জ্যোতি চাকমা |
প্রতিষ্ঠা | ১৫ নভেম্বর ২০১৭ |
বিভক্তি | ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট |
সদর দপ্তর | পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম |
ভাবাদর্শ | স্বায়ত্তশাসনবাদ |
আনুষ্ঠানিক রঙ | নীল |
দলীয় পতাকা | |
![]() |
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক), সংক্ষেপে ইউপিডিএফ (গণতান্ত্রিক), হলো বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম-ভিত্তিক একটি রাজনৈতিক দল এবং সশস্ত্র আঞ্চলিক বাহিনী।[১] দলটি গণতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে পার্বত্য চট্টগ্রামের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার দাবি করে থাকে।[২]
ইতিহাস
[সম্পাদনা]২০১৭ সালের ১৫ নভেম্বর তপন জ্যোতি চাকমার নেতৃত্বে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ভেঙে নতুন দল "ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক)" গঠন করা হয়।[৩] তপন জ্যোতি চাকমা ও তার অনুসারীরা ইউপিডিএফ পার্বত্য চট্টগ্রামের স্বায়ত্তশাসনের দাবি আদায়ের উদ্দেশ্যে কাজ না করে, নেতাদের ব্যক্তিগত স্বার্থ উদ্ধারে কাজ করছে বলে অভিযোগ করেন।[২] ২০১৮ সালে দ্য ডেইলি স্টার-এ প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, ছয় মাসের মধ্যে খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলায় অন্তত চারজন ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতাকে হত্যা করা হয়েছে।[৩]
২০১৮ সালের ৪ মে জেএসএস (এমএন লারমা)-এর নিহত সহ-সভাপতি শক্তিমান চাকমার শেষকৃত্য অনুষ্ঠানে যাওয়ার পথে বন্দুকধারীদের গুলিতে তপন জ্যোতি চাকমাসহ আরও চারজন নিহত হন।[৩][৪]
২০১৮ সালের ২৮ মে বাঘাইছড়ি উপজেলার করল্যাছড়িতে অজ্ঞাত কয়েকজন বন্দুকধারীর গুলিতে তিনজন ইউপিডিএফ সদস্য নিহত হন।[৫] ইউপিডিএফ এই হত্যার জন্য জেএসএস-এমএন লারমাকে দায়ী করে।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "Three UPDF members killed in Rangamati"। বাংলা ট্রিবিউন (ইংরেজি ভাষায়)। ২৮ মে ২০১৮। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ ক খ রাজু, ফজলুর রহমান (৬ মে ২০১৮)। "What is happening in the CHT?"। ঢাকা ট্রিবিউন (ইংরেজু ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ ক খ গ "Gun attack kills 5 in Rangamati"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৫ মে ২০১৮। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "Tapan Jyoti Chakma among five killed by gunfire"। ঢাকা ট্রিবিউন (ইংরেজি ভাষায়)। ৪ মে ২০১৮। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "3 UPDF men killed in Rangamati gunfight"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২৮ মে ২০১৮। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২৪।