বিষয়বস্তুতে চলুন

আহমেতজান কাপলান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আহমেতজান কাপলান
ব্যক্তিগত তথ্য
জন্ম (2003-01-16) ১৬ জানুয়ারি ২০০৩ (বয়স ২২)
জন্ম স্থান ত্রাবজোন, তুরস্ক
উচ্চতা ১.৮৯ মিটার (৬ ফুট + ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
আয়াক্স
জার্সি নম্বর ১৩
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০২:০৪, ১১ জুলাই ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

আহমেতজান কাপলান (তুর্কি: Ahmetcan Kaplan; জন্ম: ১৬ জানুয়ারি ২০০৩) হলেন একজন তুর্কি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ওলন্দাজ ক্লাব আয়াক্সের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০১৮ সালে, কাপলান তুরস্ক অনূর্ধ্ব-১৬ দলের হয়ে তুরস্কের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

আহমেতজান কাপলান ২০০৩ সালের ১৬ই জানুয়ারি তারিখে তুরস্কের ত্রাবজোনে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

কাপলান তুরস্ক অনূর্ধ্ব-১৬, তুরস্ক অনূর্ধ্ব-১৭, তুরস্ক অনূর্ধ্ব-১৯ এবং তুরস্ক অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে তুরস্কের প্রতিনিধিত্ব করেছেন।[] ২০১৮ সালের ২৫শে সেপ্টেম্বর তারিখে তিনি রোমানিয়া অনূর্ধ্ব-১৬ দলের বিরুদ্ধে ম্যাচে তুরস্ক অনূর্ধ্ব-১৬ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[] তুরস্কের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৭ বছরে ২৯ ম্যাচে অংশগ্রহণ করে ২টি গোল করেছেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. HABER 61, Trabzon Haber-। "Trabzonspor'un genç ismi Ahmetcan Kaplan'dan samimi açıklamalar"haber61.net 
  2. "Romania U16 - Turkey U16, Sep 25, 2018 - International Friendlies - Match sheet"www.transfermarkt.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-১১ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]