আহমদিয়া হাবিবিয়া গণিয়া দাখিল মাদ্রাসা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আহমদিয়া হাবিবিয়া গণিয়া দাখিল মাদ্রাসা
অবস্থান


তথ্য
ধরনদাখিল মাদ্রাসা
প্রতিষ্ঠাকাল১৯৮১
অধ্যক্ষআনোয়ারুল্যাহ আল মামুন
শিক্ষার্থী সংখ্যাপ্রায় ২০০
ক্যাম্পাসসাহেরখালী, মীরসরাই, চট্টগ্রাম

আহমদিয়া হাবিবিয়া গণিয়া দাখিল মাদ্রাসা বাংলাদেশের একটি আলিয়া মাদ্রাসা। মাদ্রাসাটি চট্টগ্রাম জেলার অন্তর্গত মীরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়নে এ মাদ্রাসাটি অবস্থিত।[১] মাদ্রাসার অধ্যক্ষ জনাব আনোয়ার উল্লাহ আল মামুন। বর্তমানে দুই শতাধিক শিক্ষার্থী এ মাদ্রাসায় অধ্যয়নরত আছে।[২]

ইতিহাস[সম্পাদনা]

মাদ্রাসাটি ১৯৮১ সালে প্রতিষ্ঠিত হয়। বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্ব মাওলানা মুজাফফর আহামদ, মাওলানা হাবিবুল্লাহ ছাহেব ও মাওলানা শাহ সুফি আব্দুল গণি সাহেব এ তিন ব্যক্তিত্বের নামের শেষাংশ ও প্রথমাংশ নিয়ে এ দ্বীনি প্রতিষ্ঠানের নামকরণ করা হয়। এ মাদ্রাসায় দাখিল পর্যায় পর্যন্ত পাঠদান করা হয়। বিগত বছরের পাশের হার ৯৯%।[২]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]