আহমদিয়া হাবিবিয়া গণিয়া দাখিল মাদ্রাসা
আহমদিয়া হাবিবিয়া গণিয়া দাখিল মাদ্রাসা | |
---|---|
অবস্থান | |
তথ্য | |
ধরন | দাখিল মাদ্রাসা |
প্রতিষ্ঠাকাল | ১৯৮১ |
অধ্যক্ষ | আনোয়ারুল্যাহ আল মামুন |
শিক্ষার্থী সংখ্যা | প্রায় ২০০ |
ক্যাম্পাস | সাহেরখালী, মীরসরাই, চট্টগ্রাম। |
আহমদিয়া হাবিবিয়া গণিয়া দাখিল মাদ্রাসা বাংলাদেশের একটি আলিয়া মাদ্রাসা। মাদ্রাসাটি চট্টগ্রাম জেলার অন্তর্গত মীরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়নে এ মাদ্রাসাটি অবস্থিত।[১] মাদ্রাসার অধ্যক্ষ জনাব আনোয়ার উল্লাহ আল মামুন। বর্তমানে দুই শতাধিক শিক্ষার্থী এ মাদ্রাসায় অধ্যয়নরত আছে।[২]
ইতিহাস[সম্পাদনা]
মাদ্রাসাটি ১৯৮১ সালে প্রতিষ্ঠিত হয়। বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্ব মাওলানা মুজাফফর আহামদ, মাওলানা হাবিবুল্লাহ ছাহেব ও মাওলানা শাহ সুফি আব্দুল গণি সাহেব এ তিন ব্যক্তিত্বের নামের শেষাংশ ও প্রথমাংশ নিয়ে এ দ্বীনি প্রতিষ্ঠানের নামকরণ করা হয়। এ মাদ্রাসায় দাখিল পর্যায় পর্যন্ত পাঠদান করা হয়। বিগত বছরের পাশের হার ৯৯%।[২]
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ http://edu.review.net.bd/AHMADIA-HABIBIA-GONIA-DAKHIL-MADRASHA[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ "আহমদিয়া গাবিবিয়া গনিয়া দাখিল মাদ্রাসা"। সরকারি ওয়েবসাইট। সংগ্রহের তারিখ ১২ অগাস্ট ২০২১।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]