বিষয়বস্তুতে চলুন

আসাম বিধানসভা নির্বাচন, ১৯৭৮

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আসাম বিধানসভা নির্বাচন, ১৯৭৮

 ১৯৭২ ২৫ ফেব্রুয়ারি ১৯৭৮ ১৯৮৩ 

আসাম বিধানসভার সর্বমোট ১২৬টি আসন
সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ৬৪টি আসন
  প্রথম দল
 
নেতা গোলাপ বরবরা
দল জেপি
নেতা হন ১৯৭৮
নেতার আসন তিনসুকিয়া
আসনপ্রাপ্তি ৫৩
আসন পরিবর্তন নতুন

পূর্ববর্তী মুখ্যমন্ত্রী

শরৎ চন্দ্র সিংহ
কংগ্রেস

নির্বাচিত মুখ্যমন্ত্রী

গোলাপ বরবরা
জেপি

১৯৭৮ সালের আসাম বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয় ১২৬টি বিধানসভা আসনের জন্য, যা ১৯৭৮ সালের ২৫শে ফেব্রুয়ারী সপ্তম আসাম বিধানসভা গঠন করে।[] ১৯৭৮ সালের ১২ মার্চ জনতা পার্টি ৫৩টি আসন নিয়ে গোলাপ বরবোরার নেতৃত্বে প্রথম অ-কংগ্রেসি সরকার গঠন করে। সংখ্যাগরিষ্ঠ বিধায়কদের সমর্থন হারানোর পর তিনি ১৯৭৯ সালের ৪ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন। যোগেন্দ্রনাথ হাজারিকা ১৯৭৮ সালের ৯ নভেম্বর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। কিন্তু কেন্দ্রীয় সরকার আসামে রাষ্ট্রপতি শাসন জারি করার পর তিনি মাত্র ৯৪ দিন মুখ্যমন্ত্রীর আসনে অধিষ্ঠিত ছিলেন।[][]

পটভূমি

[সম্পাদনা]

১৯৭৩ সালের ডিসেম্বরে গুজরাতের একটি ইঞ্জিনিয়ারিং কলেজের ফি বৃদ্ধি, দুর্নীতির বিরুদ্ধে জয়প্রকাশ নারায়ণের আন্দোলন, সমাজতান্ত্রিক নেতা জর্জ ফার্নান্দেজের নেতৃত্বে তিন সপ্তাহব্যাপী বিহার রেল ধর্মঘট ইস্যুতে শুরু হওয়া নবনির্মাণ আন্দোলন ভারতের রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করে তুলেছিল।[] তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পুত্র সঞ্জয় গান্ধী কর্তৃক জোরপূর্বক প্রয়োগের চেষ্টা করা জীবাণুমুক্তকরণ কর্মসূচিও জনসাধারণের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে।

ফলাফল

[সম্পাদনা]
ক্রমিক নং দল দলের ধরণ প্রতিদ্বন্দ্বিতা করেছে জিতেছে প্রাপ্ত ভোট % প্রতিদ্বন্দ্বিত আসনে ভোট %
ভারতের কমিউনিস্ট পার্টি জাতীয় ৩৫ ৪.০৯ ১৪.৩৯
ভারতের কমিউনিস্ট পার্টি জাতীয় ২৭ ১১ ৫.৬২ ২৫.৮৭
ভারতীয় জাতীয় কংগ্রেস জাতীয় ১২৬ ২৬ ২৩.৬২ ২৩.৬২
ভারতীয় জাতীয় কংগ্রেস জাতীয় ১১৫ ৮.৭৮ ৯.৮৪
জনতা পার্টি জাতীয় ১১৭ ৫৩ ২৭.৫৫ ২৯.৯৫
নিখিল ভারত ফরওয়ার্ড ব্লক রাজ্য ০.০৯ ৪.২৮
প্লেইন ট্রাইবালস কাউন্সিল অব আসাম রাজ্য ২.৬০ ৩২.৫৪
বিপ্লবী সমাজতন্ত্রী দল রাজ্য ০.৪৪ ৮.৮৫
অখিল ভারত গোর্খা লিগ নিবন্ধিত ০.০৪ ৬.০৮
১০ভারতের বিপ্লবী কমিউনিস্ট পার্টি নিবন্ধিত ১০ ১.৪০ ১৭.৬৮
১১ভারতের সমাজতান্ত্রিক ঐক্য কেন্দ্র নিবন্ধিত ০.০৭ ২.২৯
১২স্বতন্ত্র রাজনীতিবিদ ১৫ ২৫.৬৭ ২৬.৫০
মোট ১২৬
উৎস: ভারতের নির্বাচন কমিশন[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. The Times of India (২৪ ফেব্রুয়ারি ১৯৭৮)। "Janata upswing in Assam and Arunachal"প্রোকুয়েস্ট 594712550। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০২৪ {{সংবাদ উদ্ধৃতি}}: |আইডি= এর 1 নং অবস্থানে templatestyles stripmarker রয়েছে (সাহায্য)
  2. 1 2 "STATISTICAL REPORTS OF GENERAL ELECTION TO STATE LEGISLATIVE ASSEMBLY (VIDHANSABHA) 1978"। Election Commission of india। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০২০ উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; আলাদা বিষয়বস্তুর সঙ্গে "eci1978" নামটি একাধিক বার সংজ্ঞায়িত করা হয়েছে
  3. "Assam Legislative Assembly - Members 1978-83"। Govt. of Assam। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০২০
  4. "Four reasons why India Gandhi declared emergency"Indian Express। ২৫ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০২০