আশা মেহরিন আমিন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আশা মেহরিন আমিন
জন্ম
শিক্ষাব্যাচেলর অফ সাইন্স
মাতৃশিক্ষায়তনবোস্টন কলেজ এবং ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে
পেশাসাংবাদিক
নিয়োগকারীদ্য ডেইলি স্টার
আদি নিবাসঢাকা
সন্তান১জন

আশা মেহরিন আমিন হচ্ছেন একজন বাংলাদেশী সাংবাদিক, লেখিকা, এবং সাপ্তাহিক স্টারের সম্পাদিকা।[১]

জীবনী[সম্পাদনা]

আশা মেহরিন আমিন বাংলাদেশের ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি যুক্তরাষ্ট্রের, বোস্টন কলেজ, ম্যাসাচুসেটসে ১৯৯১ সালে ব্যাচেলর অফ সাইন্সে অধ্যয়ন করেন। ১৯৯১ সালের জুন মাসে তিনি বাংলাদেশের সবথেকে প্রচার হওয়া ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টারের একজন স্বনামধন্য লেখিকা হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে থেকে সাংবাদিকতায় ফেলোশিপ অর্জন করেন, যেখানে ১৯৯৩ সালে তিনি পরিবেশ ও অনুসন্ধানমূলক সাংবাদিকতায় অধ্যয়ন করছিলেন। তিনি দ্য ডেইলি স্টার কর্তৃক প্রকাশিত, সপ্তাহিক স্টার পত্রিকার সম্পাদিকা হিসেবে ১৯৯৬ সাল থেকে দায়িত্ব পালন করছেন। পোস্টস্ক্রিপ্ট নামক ম্যাগাজিনে তিনি তার নিজস্ব ব্যঙ্গাত্মক কলাম প্রকাশ করেন এবং পত্রিকায় নো স্ট্রিংস এটাচ্‌ড নামে সাম্প্রতিক বিষয় নিয়ে একটি কলাম লিখেন। তিনি সম্পাদকীয়টির ডেপুটি সম্পাদক এবং দ্য ডেইলি স্টারের সম্পাদকীয় পাতার বিপরীত অংশে কাজ করছেন।[২][৩]

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

আশা মেহরিন আমিন বিবাহিতা এবং এক সন্তানের জননী।[২] তার মা, রাজিয়া খান আমিন, একজন সাংবাদিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ছিলেন এবং তার নানা, মৌলভি তমিজউদ্দিন খান, পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার ছিলেন।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "চাপ মোকাবিলা করতে হবে সুসাংবাদিকতা দিয়ে"দৈনিক প্রথম আলো। ১২ নভেম্বর ২০১৬,। সংগ্রহের তারিখ 8 মার্চ 2018  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  2. "WOA Bangladesh Aasha Mehreen Amin"beijing20.unwomen.org (ইংরেজি ভাষায়)। UN Women। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৭ 
  3. "Aasha Mehreen Amin"panoslondon.panosnetwork.org (ইংরেজি ভাষায়)। Panos London। ১৫ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৭ 
  4. "চলে গেলেন সাহিত্যিক ও শিক্ষাবিদ রাজিয়া খান"ডয়চে ভেলে বাংলা। ১২ ডিসেম্বর ২০১১। ৮ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৮