আশরাফ জিন্দানী উচ্চ বিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আশরাফ জিন্দানী উচ্চ বিদ্যালয়, সমাজ
(সমাজ হাই স্কুল)
Front View of AZHSS.jpg
আশরাফ জিন্দানী উচ্চ বিদ্যালয়
ঠিকানা
মানচিত্র

রাজশাহী

,
৬৬৪০

তথ্য
নীতিবাক্য"পড় তোমার প্রভুর নামে"
প্রতিষ্ঠাকাল১ লা জানুয়ারি, ১৯৭২
প্রতিষ্ঠাতাঅধ্যক্ষ মোজাম্মেল হক সমাজী
বিদ্যালয় কোড১২৫৩৭৪
ইআইআইএন১২৫৩৭৪ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রধান শিক্ষকমোঃ আসাদুজ্জামান
কর্মকর্তা২০ জন
অনুষদ২ টি ( বিজ্ঞান ও মানবিক )
শিক্ষকমণ্ডলী১৫ জন
শ্রেণী৬ষ্ঠ - ১০ম
বয়সসীমা১১-১৮
শিক্ষার্থী সংখ্যাপ্রায় ৮০০ জন
ভাষাবাংলা
ক্যাম্পাসউচ্চ বিদ্যালয়
ক্যাম্পাসের ধরনমাধ্যমিক
ক্রীড়াবার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, বার্ষিক ক্রিকেট টুর্নামেন্ট, বার্ষিক ফুটবল টুর্নামেন্ট
ডাকনামআজিউবি ( AZHS)
ওয়েবসাইটhttp://www.azhss.com

আশরাফ জিন্দানী উচ্চ বিদ্যালয়, সমাজ বাংলাদেশের পাবনা জেলার চাটমোহর উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়।

অবস্থান[সম্পাদনা]

বিদ্যালয়টি রাজশাহী বিভাগের পাবনা জেলার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের সমাজ গ্রামে অবস্থিত। এটি সমাজ বাজারের ঠিক পূর্বপাশে অবস্থিত।

ইতিহাস[সম্পাদনা]

আশরাফ জিন্দানী উচ্চ বিদ্যালয়, সমাজ পাবনা জেলার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়ন-এর সমাজ গ্রামে অবস্থিত একটি একাডেমিক শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির "এডুকেশনাল ইনস্টিটিউট আইডেন্টিফিকেশন নাম্বার" (EIIN) নম্বর 125374।

স্কুলের পূর্ব পাশ থেকে আশরাফ জিন্দানী উচ্চ বিদ্যালয়

স্বাধীনতা উত্তর বাংলাদেশ সংসদের পাবনা জেলা থেকে নির্বাচিত প্রথম সংসদ সদস্য মরহুম অধ্যক্ষ মোজাম্মেল হক সমাজী স্যার ১লা জানুয়ারি, ১৯৭২ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। সমাজী সাহেব ঐতিহাসিক সমাজ শাহী মসজিদে শায়িত, গাঁওছে ছামাদানী রাফিউল মাকামী শাহ্সূফী হযরত আশরাফ জিন্দানী -এর নামানুসারে বিদ্যালয়টির নামকরণ করেন।

স্কুলের পশ্চিম পাশের প্রধান ভবনের ২য় তলা থেকে আশরাফ জিন্দানী উচ্চ বিদ্যালয়
স্কুলের দক্ষিণ-পূর্ব পাশ থেকে আশরাফ জিন্দানী উচ্চ বিদ্যালয়

বিদ্যালয়টিতে বালক-বালিকা সমন্বিত ফরম্যাট অনুযায়ী পাঠদান করা হয়। এই স্কুলে দুটি বিভাগে ছাত্রছাত্রী ভর্তি করানো হয়ঃ বিজ্ঞান বিভাগ ও মানবিক বিভাগ। পাবলিক পরীক্ষায় এই বিদ্যালয়ের গড় পাশের হার:

  1. জেএসসি/সমমান পরীক্ষায়: ৮৮.২৪%
  2. এসএসসি/সমমান পরীক্ষায়: ৮৪.৪৭%

বিদ্যালয়টির এমপিও (Monthly Payment Order) নম্বর 8103021303। এই স্কুলে ম্যানেজিং কমিটি নির্ভর প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করা হয়।

অবকাঠামো[সম্পাদনা]

বিদ্যালয়টি চারিদিক দিয়ে ঘেরা একটি ক্যাম্পাস যুক্ত। বিদ্যালয়ের প্রধান ভবনের সামনে শহীদ মিনার অবস্থিত। বিদ্যালয়ে একটি পুকুর এবং একটি খেলার মাঠ রয়েছে।

জেএসসি পরীক্ষার সার্বিক ফলাফল[সম্পাদনা]

২০১০ সাল হতে ২০১৯ সাল পর্যন্ত আশরাফ জিন্দানী উচ্চ বিদ্যালয়, সমাজ এর জেএসসি পরীক্ষার সার্বিক ফলাফল নিম্নরুপঃ

পরীক্ষার সাল মোট পরীক্ষার্থীর সংখ্যা উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা অনুত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা পাশের হার জিপিএ-৫ পেয়েছে জাতীয় পর্যায়ে স্থান
২০১৯ ২১১ জন ১৯৫ জন ১৬ জন ৯২.৪২% ০১ জন ৫৪৬৫
২০১৮ ১৩৫ জন ১২৮ জন ০৭ জন ৯৪.৮১% ০৮ জন ৩৭৮৩
২০১৭ ৮৫ জন ৭৩ জন ১২ জন ৮৫.৮৮% ০২ জন ৮৬৭৯
২০১৬ ৯০ জন ৮৭ জন ০৩ জন ৯৬.৬৭% ০২ জন ৭৭০৩
২০১৫ ৮১ জন ৭৬ জন ০৫ জন ৯৩.৮৩% ০৮ জন ৫৪৭২
২০১৪ ৬২ জন ৫৮ জন ০৪ জন ৯৩.৫৫% ০১ জন ৬৮৫৭
২০১৩ ৭৬ জন ৬৮ জন ০৮ জন ৮৯.৪৭% ০২ জন ৮০৩৩
২০১২ ৭২ জন ৫১ জন ২১ জন ৭০.৮৩% ৭৫৮১
২০১১ ৬৪ জন ৫২ জন ১২ জন ৮১.২৫% ৪৪৯৮
২০১০ ৫২ জন ৩০ জন ২২ জন ৫৭.৬৯% ৪৭৮৪
মোট ৯২৭ ৮১৮ ১০৯ ৮৮.২৪% ২৪ -

এসএসসি পরীক্ষার সার্বিক ফলাফল[সম্পাদনা]

পরীক্ষার সাল মোট পরীক্ষার্থীর সংখ্যা উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা অনুত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা পাশের হার জিপিএ-৫ পেয়েছে জাতীয় পর্যায়ে স্থান
২০২০ ৭০ জন ৭০ জন ০০ জন ১০০% ০৩ জন ৭৯২
২০১৯ ৯২ জন ৮৪ জন ০৮ জন ৯১.৩০% ০৫ জন ৪৬১৭
২০১৮ ৭৯ জন ৬৫ জন ১৪ জন ৮২.২৮% ০২ জন ৬৪৭৪
২০১৭ ৫১ জন ৪০ জন ১১ জন ৭৮.৪০% ০১ জন ৭২৮২
২০১৬ ৬৩ জন ৬১ জন ০২ জন ৯৬.৮৩% ০৩ জন ৩২৭৯
২০১৫ ৪৮ জন ৪৮ জন ০০ জন ১০০% ০৩ জন ২২১৮
২০১৪ ৪৫ জন ৪৩ জন ০২ জন ৯৫.৫৬% ০৫ জন ৩২৪৪
২০১৩ ৪৭ জন ৪৩ জন ০৪ জন ৯১.৪৯% ০২ জন ৪৩২১
২০১২ ৪৩ জন ৪০ জন ০৩ জন ৯৩.০২% ০৩ জন ৩০৪৫
২০১১ ৪৫ জন ৩৫ জন ১০ জন ৮৭.৭৮% ০৩ জন ৫৬৫৪

ফটো গ্যালারী[সম্পাদনা]

স্কুলের নামায ঘর
স্কুলের প্রধান গেইট (দক্ষিণ পার্শ্ব) থেকে স্কুলের পুরো ভিউ
বিদ্যালয়ের সামনে (পূর্ব পার্শ্ব) থেকে স্কুলের ফুল ভিউ
স্কুলের উত্তর পার্শ্ব থেকে স্কুলের ফুল ভিউ

তথ্যসূত্র[সম্পাদনা]

1.Ashraf Zindani High School at Sohopati.com স্কুলের সকল তথ্য একসাথে উল্লেখ রয়েছে।

2. Ashraf Zindani High School, Somaj at SchoolandCollege.Com এ স্কুলের সকল তথ্য উল্লেখ রয়েছে

3. নিমাইচড়া ইউনিয়ন, চাটমোহর, পাবনা'র জাতীয় তথ্য বাতায়নে আশরাফ জিন্দানী উচ্চ বিদ্যালয়, সমাজ। ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৮ এপ্রিল ২০২০ তারিখে