আল-নুমান ইবনে মুকাররিন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আন-নুমান ইবনে মুকাররিন ( আরবি: النعمان بن مقرن ) (মৃত্যু ডিসেম্বর ৬৪১) ছিলেন ইসলামের নবী মুহাম্মদের সাহাবী । তিনি ছিলেন বনু মুজায়না গোত্রের নেতা। বনু মুযায়না গোত্রের বাসস্থান ছিল ইয়াসরিবের পাশের মক্কাগামী কাফেলার রাস্তা থেকে কিছুটা দূরে।

আবু বকরে খিলাফতের সময়[সম্পাদনা]

আন-নুমানের বেশ কয়েকজন ভাই ছিল এবং তারা সকলেই দক্ষ সৈন্য ছিল। আবু বকরের খিলাফতের সময় (৬৩২-৬৩৪ খ্রিষ্টাব্দ) আন-নুমান ও তার পরিবার ধর্মত্যাগী যুদ্ধের অবসান ঘটাতে প্রধান ভূমিকা পালন করেন। তারা ইরাকের যুদ্ধে খালিদ বিন ওয়ালিদের অধীনে লড়াই করেছিল এবং পরে আন-নুমান সাদ ইবনে আবি ওয়াক্কাসের অধীনে লড়াই করেছিল। কাসকরের যুদ্ধের পরে, নুমানকে কাসকর জেলার প্রশাসক নিযুক্ত করা হয়েছিল।

আন-নুমান বেসামরিক নিয়োগে অসন্তুষ্ট ছিলেন এবং খলিফা উমর ইবনে আল-খাত্তাবকে (রাজত্বকাল ৬৩৪-৬৪৪) সক্রিয় যুদ্ধের অনুরোধ জানিয়ে চিঠি লিখেছিলেন। নিহাওয়ান্দে কেন্দ্রীভূত পারস্যদের বিরুদ্ধে অভিযানে, উমর আন-নুমানকে মুসলিম সেনাবাহিনীর কমান্ডার নিযুক্ত করেছিলেন। তিনি ৬৪১ সালের ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে নিহাওয়ান্দের যুদ্ধের দ্বিতীয় পর্যায়ে নিহত হন।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Hasan, Masudul (১৯৮২)। Hadrat ʻUmar Farooq। Internet Archive। Lahore : Islamic Publications।