আল্লুরি সিতারাম রাজু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আল্লুরি সিতারাম রাজু
আল্লুরির প্রস্থরমূর্তি
জন্ম
পশ্চিম গোদাবরী জেলা ভিমভারমের কাছে মোগাল্লু গ্রাম
মৃত্যু৭ মে ১৯২৪
মাম্পা গ্রাম, ভিশাখাপট্টম জেলা,
উপাধিমাণ্যম বীরুদ

আল্লুরি সিতারাম রাজু (৪ জুলাই ১৮৯৭ - ৭ মে ১৯২৪) (অন্যান্য নাম: আলুরি রাম্পা রাম রাজু, রাম চন্দ্র রাজু, এবং আল্লুরি রামরাজু) ছিলেন একজন ভারতীয় বিপ্লবী যিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত ছিলেন।

রাজু ১৯২২-২৪ সালের ব্রিটিশ রাজের বিরুদ্ধে "রুম্পা উপজাতিদের বিদ্রোহ"-এ নেতৃত্ব দেন, যা গড়ে উঠেছিলো বিভিন্ন উপজাতীয় নেতা এবং তাদের অন্যান্য সমর্থকদের দ্বারা। স্থানীয় জনগণের নিকট তিনি "মাণ্যম বীরুদ" ('Manyam Veerudu' - "অরণ্যের বীর") হিসাবে পরিচিত ছিলেন।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. গুহা, রঞ্জিত (১৯৮২)। Subaltern studies: writings on South Asian history and society। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রেস। পৃষ্ঠা ১৩৪। 

বহি:সংযোগ[সম্পাদনা]