আলেক্সঁদ্র ইয়েরসাঁ
আলেক্সঁদ্র ইয়েরসাঁ | |
---|---|
![]() আলেক্সঁদ্র ইয়েরসাঁ | |
জন্ম | |
মৃত্যু | ১ মার্চ ১৯৪৩ | (বয়স ৭৯)
জাতীয়তা | ফরাসি-সুইজারল্যান্ডীয় |
পরিচিতির কারণ | ইয়েরসিনিয়া পেস্টিস |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | ব্যাকটেরিয়া বিজ্ঞানী |
প্রতিষ্ঠানসমূহ | একল নরমাল সুপেরিয়র |
যাদের দ্বারা প্রভাবান্বিত | কিতাসাতো শিবাসাবুরো |
আলেক্সঁদ্র এমিল জঁ ইয়েরসাঁ (ফরাসি: Alexandre Yersin) (২২শে সেপ্টেম্বর, ১৮৬৩ - ১লা মার্চ, ১৯৪৩) একজন ফরাসি-সুইজারল্যান্ডীয় চিকিৎসক ও ব্যাকটেরিয়া বিজ্ঞানী। তিনি বিউবনিক প্লেগ রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার আবিস্কারক হিসেবেই প্রধানত পরিচিত, যা পরবর্তীতে তার সম্মানার্থে তার নামানুসারে (ইয়েরসিনিয়া পেস্টিস) নামে পরিচিত হয়।
জন্ম ও শিক্ষা[সম্পাদনা]
ইয়েরসাঁ ১৮৬৩ সালের ২২ সেপ্টেম্বর ওবন, ভো ক্যান্টন, সুইজারল্যান্ড জন্মগ্রহণ করেন; তবে তার পরিবার ফ্রান্স থেকে আগত। তিনি ১৮৮৩ ও ১৮৮৪ সালে সুইজারল্যান্ডের লোজান শহরে চিকিৎসাশাস্ত্রে অধ্যয়ন করেন; এরপর জার্মানির মারবুর্গ এবং পরবর্তীতে ১৮৮৬ সাল পর্যন্ত প্যারিসে শিক্ষা গ্রহণ করেন।
কর্মজীবন[সম্পাদনা]
মৃত্যু[সম্পাদনা]
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ১৯৪৩ সালে তিনি নেহ ত্রাং শহরে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।
সম্মাননা[সম্পাদনা]
আলেক্সঁদ্র ইয়েরসাঁ ভিয়েতনামে একজন পরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব এবং সেখানে তাকে ভালোবেসে অং নাম (মি. নাম/পঞ্চম) নামে ডাকা হয়। ভিয়েতনামের স্বাধীনতা লাভের পর সেখানকার রাস্তা তার নামে নামাঙ্কিত করা হয় ও তার সমাধিতে একটি প্যাগোডা তৈরী করা হয়। ভিয়েতনামের নেহ ত্রাং-এ অবস্থিত তার বাড়িটি বর্তমানে ইয়েরসাঁ জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়। ডাক্তার ইয়েরসাঁকে সাইগন শহর থেকে ৩০০ কি.মি. উত্তর-পশ্চিমে অবস্থিত ডা লাট শহরের স্থান নির্বাচনের জন্য কৃতিত্ব দেয়া হয়। এখানে তার নামানুসারে ১৯২০ সালে একটি বিদ্যালয় ও ২০০০ সালে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি ১৯৩৪ সালে পাস্তুর ইনস্টিটিউটের সম্মানিত সভাপতি হিসেবে এবং একজন প্রশাসনিক সভার সভ্য নির্বাচিত হন।
তথ্যসূত্র[সম্পাদনা]
বহিঃসংযোগ[সম্পাদনা]
- Alexandre Yersin and his adventures in Vietnam
- Other Colleagues of Louis Pasteur, Pasteur Brewing
- Alexandre Yersin. Repères chronologiques. Institut Pasteur, Paris (In French).