আলিয়ঁস ফ্রঁসেজ
প্রতিষ্ঠাকাল | ১৮৮৩ |
---|---|
প্রতিষ্ঠাতা | লুই পাস্তুর, ফেরদিনঁ দ্য লেসেপ্স, জ্যুল ভের্ন, এর্নেস্ত র্যনঁ, আরমঁ কোলাঁ |
ধরন | সাংস্কৃতিক সংগঠন |
অবস্থান |
|
এলাকাগত সেবা | বিশ্বব্যাপী |
পণ্য | ফরাসি সাংস্কৃতিক ও ভাষাশিক্ষা |
ওয়েবসাইট | www |
আলিয়ঁস ফ্রঁসেজ[১] (ফরাসি: Alliance française, ফরাসি উচ্চারণ: [aljɑ̃s fʁɑ̃sɛz]; “ফরাসি মৈত্রী”) একটি আন্তর্জাতিক সংগঠন যার লক্ষ্য বিশ্বব্যাপী ফরাসি ভাষা ও ফরাসিভাষী সংস্কৃতির প্রচার ও প্রসার করা। ১৮৮৩ খ্রিস্টাব্দের ২১শে জুলাই তারিখে আলিয়ঁস ফ্রঁসেজ পুর লা প্রোপাগাসিওঁ দ্য লা লঁগ নাসিওনাল দঁ লে কোলোনি এ আ লেত্রঁজে (Alliance française pour la propagation de la langue nationale dans les colonies et à l'étranger, "(ফ্রান্সের) জাতীয় ভাষাকে উপনিবেশসমূহে ও ভিনদেশে ছড়িয়ে দেওয়ার জন্য ফরাসি মৈত্রী") নাম দিয়ে সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত এর প্রধান কার্যালয়টির মূল উদ্দেশ্য হল দ্বিতীয় ভাষা হিসেবে ফরাসি ভাষার শিক্ষা প্রদান করা।[২] ২০১৪ সালের হিসাব অনুযায়ী বিশ্বের সবগুলি মহাদেশে ১৩৭টি দেশে আলিয়ঁস ফ্রঁসেজের ৮৫০টি স্থানীয় সাংস্কৃতিক কেন্দ্র ছিল।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ এই ফরাসি নামটির বাংলা প্রতিবর্ণীকরণে উইকিপিডিয়া:বাংলা ভাষায় ফরাসি শব্দের প্রতিবর্ণীকরণে ব্যাখ্যাকৃত নীতিমালা অনুসরণ করা হয়েছে।
- ↑ "Homepage"। Alliance Française Paris Ile-de-France। সংগ্রহের তারিখ ২০১৫-০৮-১১।
- ↑ The French Language Worldwide 2014 (পিডিএফ)। Paris: Nathan। আইএসবিএন 978-2-09-882654-0। ২০১৭-১০-১১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-০৮-১১ – Francophonie.org-এর মাধ্যমে।