বিষয়বস্তুতে চলুন

আলিমুল ইসলাম (অধ্যাপক)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আলিমুল ইসলাম
উপাচার্য
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২০ অক্টোবর ২০২৪
পূর্বসূরীজামাল উদ্দিন ভূঞা
ব্যক্তিগত বিবরণ
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
পেশাঅধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক

আলিমুল ইসলাম একজন বাংলাদেশী কৃষিবিদ। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য।[]

শিক্ষাজীবন

[সম্পাদনা]

আলিমুল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি জাপানের নাগাসাকিতে অবস্থিত ইনস্টিটিউট অব ট্রপিকাল মেডিসিন (ডব্লিউএইচও রেফারেন্স সেন্টার) থেকে পোস্ট ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

আলিমুল ইসলাম ১৯৮৯ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিজিওলজি বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। ১৯৯৫ সালে তিনি মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগে সহকারী অধ্যাপক নিযুক্ত হন। ২০০০ সালে তিনি একই বিভাগে সহযোগী অধ্যাপক এবং ২০০৪ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। তিনি বহু গবেষণা প্রকল্প বাস্তবায়ন ও বৈজ্ঞানিক সম্মেলনে প্রবন্ধ উপস্থাপন করেছেন। দেশীয় ও আন্তর্জতিক জার্নালে তার শতাধিক গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে।[] ২০২৪ সালের ১৭ অক্টোবর তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হন[] এবং ২০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. আলিমুল ইসলাম"যায়যায়দিন। ১৭ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২৪ 
  2. "ড. আলিমুল ইসলামের জীবনবৃত্তান্ত"বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০২৪ 
  3. "সিকৃবির নতুন উপাচার্য ড. আলিমুল ইসলাম"কালবেলা। ১৭ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০২৪ 
  4. "সিকৃবির ভিসি পদে ড. আলিমুল ইসলামের যোগদান"কালবেলা। ২১ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০২৪