আলাপ:৫১৮
আলোচনা যোগ করুনঅবয়ব
সাম্প্রতিক মন্তব্য: মোঃনুর উন নবী কর্তৃক ৩ বছর পূর্বে "সামন্তবাদ;শ্রেণিবিভক্ত সমাজ" অনুচ্ছেদে
এই পাতাটি ৫১৮ নিবন্ধের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
| নিবন্ধ সম্পাদনার নীতিমালা
|
সামন্তবাদ;শ্রেণিবিভক্ত সমাজ
[সম্পাদনা]➤সামন্তবাদের একটি বিশেষ বৈশিষ্ট হলো শ্রেণিবিভক্ত সমাজ।সামন্ত সমাজ সাধারণত তিনটি শ্রেণিতে বিভক্ত ছিলো।যথা- 🔘যাজক শ্রেণিঃ সামন্ত সমজে রাজার পরেই স্থান ছিলো যাজক শ্রেণির।ধর্মীয় অনুষ্ঠান পরিচালনা ও গির্জার অধীনস্ত সম্পত্তিগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিলো যাজকদের উপর।এরা খুবই প্রভাবশালী হিসেবে সমাজে ভুমিকা পালন করতেন।
🔘অভিজাত শ্রেণিঃ সামন্তপ্রভুরা ছিলো অভিজাত শ্রেণিভুক্ত।এই শ্রেণির লোকেরাই সমাজ শাসন ও শোষন করতো।এরা সর্বোচ্চ সুযোগ সুবিধা ভোগ করতো।
🔘তৃতীয় শ্রেণিঃ সমাজের কৃষক,শ্রমিক ও দাসগণ এই শ্রেণিভুক্ত ছিলো।এরা সামন্ত্রপ্রভুদের অধীনস্ত ছিলো।জমি হস্তান্তরের সাথে এরাও হস্তান্তরিত হতো। মোঃনুর উন নবী (আলাপ) ১৪:১৩, ৮ অক্টোবর ২০২১ (ইউটিসি)