আলাপ:২০২২–২৩ ভারত পুরুষ ক্রিকেট দলের বাংলাদেশ সফর

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

শিরোনাম[সম্পাদনা]

@Mashfi23, আমার মনে এই নিবন্ধ ও এই জাতীয় বাকি নিবন্ধগুলি থেকে "পুরুষ" শব্দটি বাদ দেওয়া যেতে পারে। সাধারণত পুরুষ দলের নিবন্ধে পুরুষ লাগানো হয় না। ক্রিকইনফোতে দেখবেন ভারত দলের বর্তমান সফরের নামে পুরুষ লাগানো হয়নি, কিন্তু বাংলাদেশ মহিলা দলের সফরের ক্ষেত্রে তা লাগানো হয়েছে। আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৩৩, ৭ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@আফতাবুজ্জামান: ধন্যবাদ এ বিষয়টি তোলার জন্য। সাধারণ পুরুষ দলের নিবন্ধে পুরুষ লাগানো হয় না- ঠিক এ রীতিটাই পাল্টানোর চেষ্টা করতে চাচ্ছিলাম। পুরুষ ও মহিলা সবাই ক্রিকেট খেলে, সেখানে একটা "ক্রিকেট" আর অন্যটা "মহিলাদের ক্রিকেট" হতে যাবে কেন? আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল দেখছি সাম্প্রতিক সময়ে কিছুটা হলেও "পুরুষদের ক্রিকেট" আর "মহিলাদের ক্রিকেট" (অথবা এ ধরনের শব্দ) ব্যবহার করছে। উইকিপিডিয়ায় ফিল্ড হকিসহ আরও কিছু খেলার ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রেও লিঙ্গ উল্লেখ করা হয়, সেটাকেই ক্রিকেট সম্পর্কিত নিবন্ধে যতটুকু পারি আনতে চেয়েছি- ব্যবহৃত ভাষায় যতটা সম্ভব লিঙ্গবৈষম্য কমানোর লক্ষ্যে। আশা করি বিষয়টা বিবেচনা করতে পারবেন, তবে এ "পরিবর্তন" যদি সম্ভব নাও হয় সেটাও জানাবেন আশা করি। Mashfi※মাশ্‌ফী (আলাপ) ১৬:৫০, ৭ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
কারণটি আমি মনে মনে অনুমান করেছিলাম। এটা ঠিক কিছু খেলার নামে এখন পুরুষ/মহিলা লাগানো হয়। আফতাবুজ্জামান (আলাপ) ০১:৫০, ৮ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]