আলাপ:২০২২–২৩ উয়েফা চ্যাম্পিয়নস লিগ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মন্তব্য[সম্পাদনা]

@Waraka Saki: ভাই শুভেচ্ছা নিবেন, লক্ষ্য করলাম এই নিবন্ধ থেকে দল অংশটুকু অপসারণ করেছেন, যা আমার জন্য সত্যিই খারাপ লাগার একটি বিষয়, কারণ অনেকটা সময় নিয়ে অংশটি তৈরি করেছিলাম। আমি ইংরেজি উইকিপিডিয়া অনুসারে নিবন্ধটি তৈরি করেছি এবং যে অংশটুকু অপসারণ করেছেন সেটি ইংরেজি ভাষার নিবন্ধে রয়েছে। সব থেকে ভালো হয় অংশটুকু অপসারণ না করে নিয়মিত হালনাগাদ করা। ধন্যবাদ।সজল রানা আলাপ ১১:৩৪, ২২ আগস্ট ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@Sojol Rana: বিষয়টি উপস্থাপন করার জন্য ধন্যবাদ। আমি উক্ত পরিচ্ছেদটি অপসারণ করার কারণ সম্পাদনা সারাংশে উল্লেখ করেছি (এই লীগে উত্তীর্ণ হওয়ার জন্য সংশ্লিষ্ট লীগগুলো এখনো শুরু হয়নি। তাই এই অংশ আপাতত অপ্রয়োজনীয়। লীগগুলো শুরু হলে সংযোজন করুন।)। আমি প্রতিনিয়তই এই ধরনের সম্পাদনা করে থাকি, আমি জানি এই ধরনের কাজ করতে অনেক সময় ব্যয় হয়। এবং এত সময় ব্যয় করার পর যদি তা অপসারণ করা হয় তবে মনে কষ্ট লাগাটা খুবই স্বাভাবিক। আমি বুঝতে পেরেছি যে, আপনি ইংরেজি উইকিপিডিয়া থেকে তা অনুলিপি করে সম্পাদনা করেছেন, তবে লীগগুলো শুরু না হওয়ার (এখন পর্যন্ত নিশ্চিত নয় যে উক্ত লীগের নির্দিষ্ট মৌসুমগুলো অনুষ্ঠিত হবে কি-না) আগে কেনই বা তা এভাবে উল্লেখ করা হয়েছে সেটি আমি জানি না। যেহেতু লীগের উল্লিখিত মৌসুমগুলো এখনো শুরু হয়নি (অথবা তার অস্তিত্ব নেই) তাই সেগুলো উল্লেখ করা-ও যৌক্তিক নয়। এছাড়াও নিয়মিত হালনাগাদ করা বিষয়ে বলতে চাই যে, যেহেতু লীগগুলো আগামী বছরের জুলাই-আগস্টের পূর্বে তাদের কার্যক্রম শুরু করবে না, তাই তার কোন তথ্য আগামী এক বছরের মধ্যে উপলদ্ধ-ও হবে না; এবং এই ছকে উল্লিখিত তথ্যগুলো উপলব্ধ হতে আরো দেড় হতে দুই বছর সময় লাগবে, তাই তা নিয়মিত হালনাগাদ করা-ও সম্ভব নয় কেননা তার কোন তথ্য-ই উপলব্ধ হবে না। তবে আপনি নিরাশ হবে না। আমি আপনার দ্বারা সম্পাদিত ছকটি <!-- উক্ত পরিচ্ছেদ -->-এর মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছি। উক্ত লীগগুলো শুরু হলে (সম্ভাব্য প্রায় এক বছর পর) আপনি (অথবা আমি) উক্ত পরিচ্ছেদের <!-- এবং --> অংশ টুকু অপসারণ করে দিলেই হবে, তবে উক্ত ছকটি দৃশ্যমান হবে। এবং পরিশেষে বলতে চাই, নিরাশ হবেন না। নবাগত হিসেবে আপনি বেশ ভালই কাজ করছেন। এই ধারায় কাজ চালিয়ে যান এবং ক্রীড়া সম্পর্কিত বিষয়ে আপনার যদি কোন কিছু জানার ইচ্ছা থাকে তবে নির্দ্বিধায় আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আমি আপনাকে সাহায্য করতে যথাসাধ্য চেষ্টা করব। ধন্যবাদ। – Waraka Saki (আলাপ) ১২:০১, ২২ আগস্ট ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@Waraka Saki: ধন্যবাদ ভাই আপনার অপ্রেরণার জন্য। আমি একটি সমস্যায় পরেছি, তাহলো ইউরোপীয় কাপ এবং উয়েফা চ্যাম্পিয়নস লীগের ফাইনালের তালিকা নিবন্ধে {{fba|YUG|name=যুগোস্লাভিয়া}} এই টেমপ্লেটটি যুক্ত করার পরও যুগোস্লাভিয়া ফুটবল অ্যাসোসিয়েশন নিবন্ধটি নির্দেশ করছে না, যুগোস্লাভিয়ার পতাকার পাশে [[|যুগোস্লাভিয়া]] এইটা দেখাচ্ছে, অন্যদিকে ইংরেজি উইকিপিডিয়ায় এই সমস্যাটা নেই। কিন্তু {{fba|ITA|name=ইতালি}} এই টেমপ্লেটটি সহ বাঁকী টেমপ্লেটগুলিতে ঠিকই সংশ্লিষ্ট ফুটবল অ্যাসোসিয়েশন/ফেডারেশন গুলো নির্দেশ করছে। এই সমস্যাটা কিভাবে সমাধান করবো যদি বলতেন, অথবা আপনি যদি সংশোধন করে থাকেন তাহলে কিভাবে করলেন জানাবেন। আবারও ধন্যবাদ।
@Sojol Rana: ঠিক করা হয়েছে। --আফতাবুজ্জামান (আলাপ) ২৩:৫০, ২২ আগস্ট ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

পয়েন্ট তালিকা[সম্পাদনা]

@Waraka Saki, গ্রুপ পর্বের পয়েন্ট তালিকা টেমপ্লেট লিখে দেবেন? চ্যাম্পিয়ন স্টার ১ (আলাপ) ০৯:০৪, ১১ জুন ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]