আলাপ:হিলিয়াম

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আমি এই তথ্যছকটি তৈরি করবো। দয়া করে কয়েকদিন এই অবস্থায় থাকতে দিন। চাইলেআপনিও অংশ নিতে পারেন। ব্যবহারকারী:Hermitage17.bn

ছকটা চওড়ায় খুব বড় হয়ে গেছে, তাইনা? আশা করি এটাও আপনি ঠিক করে নিবেন। --রাগিব (আলাপ | অবদান) ০৭:২৯, ২৮ জুন ২০০৬ (ইউটিসি)[উত্তর দিন]

Yes I will correct it. I hope it would be just like the english one. ব্যবহারকারী:Hermitage17.bn

আমাদের কী টেম্পলেটগুলোর নাম বাংলা করার দরকার আছে? আমার মেন হয় না, কারণ, টেম্পলেট কিন্তু সহায়ক মূল অংশ নয়? টেম্পলেট-এর কনটেন্ট গুলো কেবল বাংলা করলে হবে। তাতে কস্ট অনেক কম হবে। Atom-এর বাংলা পরমাণু, অনু নয়। এবং পরমাণুতে ণ, ন নয়। আপনি যদি এ ব্যাপারটা ঠিক করেন তাহলে কিছু duplication avoid করা যাবে। লিথিয়াম -এ একটা ছক আমি বানিয়েছি, খালি টেম্পলেটগুলোর কনটেন্ট ঠিক করলেই সবখানে তা ঠিক হয়ে যাবে। আশা করি ভেবে দেখবেন। বেশি কস্ট করার দরকার কী? ‌‌‌মুনির হাসান‌