আলাপ:হিপ ১৩০৪৪ বি

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

শিরোনাম পূণর্নির্দেশনা প্রয়োজন[সম্পাদনা]

ইংরেজিতে নিবন্ধটি আছে HIP 13044 b নামে। HIP 13044 নামের একটি তারাকে ঘিরে ঘুরতে থাকা গ্রহ এটি। বোঝা যাচ্ছে, H, I এবং P'র আলাদা আলাদা অর্থ আছে, নাহলে Hip লেখা হতো। তাই এই নিবন্ধটি এইচআইপি ১৩০৪৪ বি শিরোনামে পূণর্নির্দেশ করার পক্ষে মত দিচ্ছি। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৭:১৭, ২৫ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

ভালো প্রশ্ন: আগে জানতে হবে বিজ্ঞানীরা এর নাম বলার সময় উচ্চারণটা কিভাবে করেন। যদিও এটা সত্যি যে, ব্রিটিশ বিজ্ঞানীরা যদি এটাকে এইচআইপি বলে থাকেন, তবে মার্কিন বিজ্ঞানীরা বাধ্যতামূলকভাবে হিপ বলবেন। এটা ব্রিটিশ-মার্কিন দ্বন্দ্ব। যাহোক, উচ্চারণ যেরকম, নিবন্ধটা সেরকম শিরোনামে স্থানান্তরিত হোক। ...আর এ্যাক্রোনিম-কে সাধারণ শব্দ থেকে আলাদা করতে এইচআইপি লেখার পক্ষপাতি আমি। ধন্যবাদ। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ০৬:৫৫, ২৬ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]
হিপারকাস ক্যাটালগকে সংক্ষেপে HIP বলে সম্বোধন করা হয়। যেহেতু নক্ষত্র ও গ্রহটি ঐ ক্যাটালগেরই অন্তর্ভুক্ত। কথ্য ভাষায় এটি হিপ বলে ডাকতে পারেন, কিন্তু এখানে HIP-এর একটি ইলাবোরেটিভ টার্ম আছে, এবং তা হচ্ছে হিপারকাস ক্যাটালগ। তাই আমি এটিকে "এইচআইপি ১৩০৪৪ বি" রাখার পক্ষে মত দেবো। তাছাড়া আমরা এমনটিই অনুসরণ করে আসছি। — তানভিরআলাপ০৮:৩৫, ২৭ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]