আলাপ:হিউস্টন

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মুল শহর এর নিবন্ধ[সম্পাদনা]

আফতাবুজ্জামান, জনাব এ নিবন্ধটিতে Urban population এর ক্ষেত্রে মূল শহর নামটি রয়েছে যেখানে ইংরেজি উইকিপিডিয়ায় urban population এর ক্ষেত্রে নিবন্ধের নাম Urban area উল্লেখ আছে। Urban area এর বাংলা উইকিপিডিয়ার সংস্করণ হলো পৌর এলাকা, কিন্তু urban population এর স্থানে তথ্যছকে মূল শহর হিসেবে উল্লেখ আছে। এখন আপনার কাছে মূল শহর নিবন্ধের তৈরির ব্যাপারে জানতে চাচ্ছি। জোবায়ের (আলাপ) ১০:৩৯, ২৭ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@Great Hero32: urban population এর বাংলা পৌর জনসংখ্যা বা নগরের জনসংখ্যা করা যায়। তবে আমার মনে হয় না মূল শহর হবে। তথ্যছকে ঠিক করতে হবে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৪:৪৩, ২৭ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
আফতাবুজ্জামান, আপনি আমার কথা হয়তো বুঝতে পারেন নি। urban population এর বাংলা মূল শহর নয় সেটা তো ঠিক আছে এবং কিন্তু এ নিবন্ধ এবং এ ধরনের সব তথ্যছকে urban population এর জনসংখ্যাটা মূল শহরের জনসংখ্যা হিসেবে উল্লেখ আছে। কিন্তু urban population মানে একটা শহরের/মূল শহরের আশেপাশের যে শহুরে বা পৌর এলাকা আছে সেগুলোর জনসংখ্যাকেও বুঝায়।আমি আপনাকে এটা বলেছি। তাই এখন যেটা করা উচিত বলে আমি মনে করি যে তথ্যছকে পৌর এলাকা বা পৌর শহর এর জনসংখ্যা হিসেবে urban population এর উল্লেখ থাকা উচিত, মূল শহরের জনসংখ্যা হিসেবে নয় আর আয়তনের ক্ষেত্রেও একই ভুল আছে, urban area বলতে শুধু মূল শহর বুঝায় না, বরং একটি শহরের আশেপাশের শহুরে/পৌর এলাকার আয়তনও বুঝায়, আর এ ভুলটা শুধু এ নিবন্ধে নয় বরং শহরের তথ্যছকেই ভুল আছে তাই তথ্যছকের এ অংশ ঠিক করা উচিত। আশা করি বুঝতে পেরেছেন। আর না বুঝতে পারলে আবার বার্তা দেবেন।জোবায়ের (আলাপ) ১৯:৩৭, ২৭ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@Great Hero32: বুঝলাম। তবে যদি নিবন্ধটি যদি একটি শহর নিয়ে হয় তবে ঐ নিবন্ধে কেবল শহর অনুসারে জনসংখ্যার হিসাব দেয়া দরকার। যেমন ধরুন, ঢাকা নিবন্ধে ঢাকা জেলার পৌর শহরগুলির হিসাব দিলে হবে না। তবে আপনি কি ঠিক করার প্রস্তাব করছেন তা এখনো বুঝিনি?
১. আপনি এই হিউস্টন নিবন্ধে | population_urban = প্যারামিটারে ভুল সংখ্যা দেয়া আছে তা ঠিক করার কথা বলছেন?
২. {{Infobox settlement}} তথ্যছকে population_urban এর বর্তমান লেবেল [[মূল শহর এলাকা|মূল শহর]] পরিবর্তন করে [[পৌর এলাকা|পৌর]] করার প্রস্তাব করছেন? (উল্লেখ্য ইংরেজিতে এটা [[Urban area|Urban]] দেয়া)
--আফতাবুজ্জামান (আলাপ) ২০:৩৪, ২৭ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
আফতাবুজ্জামান, আমি আপনাকে ২ নং প্রস্তাবটি করেছি অর্থাৎ {{Infobox settlement}} তথ্যছকে population_urban এর বর্তমান লেবেল [[মূল শহর]] পরিবর্তন করে [[পৌর এলাকা]] করার প্রস্তাব করছি যেটা ইংরেজিতে [[Urban area|Urban]] হিসেবে দেয়া আছে। তাছাড়া নিবন্ধটি যদি একটি শহর সম্পর্কেও হয় যেমন ঢাকা তাহলে ঢাকা মহানগর এলাকার জনসংখ্যাও উল্লেখ থাকে যেখানে ঢাকার আশেপাশের পৌর শহরগুলো অন্তর্ভুক্ত থাকে। আপনি ২ নং প্রস্তাবটি নিয়ে কাজ করবেন আশা করছি। জোবায়ের (আলাপ) ০৭:১৭, ২৮ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@Great Hero32: পৌর করা হয়েছে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৮:৩৫, ২৮ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]