আলাপ:হাসান আল বান্না

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২২[সম্পাদনা]

সুপ্রিয় @Muhammad Daud Hossain:, বাংলা উইকিপিডিয়ার অমর একুশে নিবন্ধ মানোন্নয়ন প্রতিযোগিতায় অংশ নেওয়ায় আপনাকে অভিনন্দন। এই নিবন্ধের বেশ কিছু জায়গায় যান্ত্রিক অনুবাদ পরিলক্ষিত হচ্ছে। উদাহরণস্বরূপ একটি অংশের লিখে এরকম, "আল-বান্না ইসমাইলিয়ার বিদেশী সামরিক ও অর্থনৈতিক আধিপত্যের অনেক সুস্পষ্ট লক্ষণ দেখে আতঙ্কিত হয়েছিলেন: ব্রিটিশ সামরিক শিবির, জনসাধারণের সুবিধা, খামার, খাদ্য সরবরাহ বিদেশী স্বার্থের মালিকানাধীন বাহিনীর দ্বারা এবং বিদেশী কর্মচারীদের বিলাসবহুল বাসস্থান। সুয়েজ ক্যানেল কোম্পানি, মিশরীয় শ্রমিকদের অগোছালো বাসস্থানের পাশে।" অনুগ্রহ করে নিবন্ধটি পুনরায় পর্যালোচনা করুন এবং আগামী ৩ দিনের মধ্যে প্রয়োজনীয় পরিমার্জন বা সংশোধন করুন। কোন জিজ্ঞাসা থাকলে নির্দ্বিধায় আমাকে করতে পারেন।--মাসুম-আল-হাসান (আলাপ) ১৪:২৩, ২৭ মে ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

সুপ্রিয় @RockyMasum; আমি সম্পূর্ণ নিবন্ধটি পুনরায় পর্যালোচনা করেছি এবং প্রয়োজনীয় পরিমার্জন বা সংশোধন করেছি। যদিও এরপর কোনো ধরণের পরিমার্জন বা সংশোধন করা লাগে তবে আমাকে নির্দ্বিধায় জানাতে পারেন। প্রয়োজনে যদি অল্প কিছু পরিমার্জন বা সংশোধন করা লাগে তবে তা আপনি ঠিক করে দিলে কৃতজ্ঞ থাকব। Muhammad Daud Hossain (আলাপ) ১৪:৩৩, ১৪ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Muhammad Daud Hossain: আপনি নিবন্ধটি পুনরায় পর্যালোচনা এবং পরিমার্জন বা সংশোধন করলেও এখনো অনেক জায়গায় ত্রুটি থেকে গিয়েছে। উদাহরণস্বরূপ উপরে যে অংশটি আমি উদ্ধৃত আমি করেছি সেটি এখনো পূর্বের ন্যায় থেকে থেকে গিয়েছে। দুঃখের সাথে জানাচ্ছি যে এই নিবন্ধটি প্রতিযোগিতায় গ্রহণ করা সম্ভব হচ্ছে না। আপনার চেষ্টা ও পরিশ্রমকে সাধুবাদ জানাই।--মাসুম-আল-হাসান (আলাপ) ০৫:০৬, ২৫ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]