আলাপ:স্থলবেষ্টিত রাষ্ট্র

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

যদি কোন দেশের কোনরুপ জলসীমা না থাকে, অন্য কথায়, যদি কোন একটি দেশের চারদিকের সীমানা অন্যান্য দেশের সাথে থাকে তাকে ল্যান্ড লকড কান্ট্রি বা স্থলবেষ্টিত দেশ বলা হয়। এই সমস্ত দেশ গুলোকে পার্শ্ববর্তী দেশের সমূদ্রবন্দর ব্যবহার করতে হয় মালামাল পরিবহনের জন্য।

বিশ্বে স্থলবেষ্টিত দেশের সংখ্যা ৪৫ টি। এই দেশসমূহের নিজস্ব সমুদ্রবন্দর নেই। এগুলো হলো-

There are 45 countries in the world. These countries do not have their own seaport. These are:

এশিয়ার দেশ (১০টি)  :

নেপাল, ভুটান, আফগানিস্তান, লাওস, মঙ্গোলিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান ও তুর্কমেনিস্তান।

Countries of Asia (10):

Nepal, Bhutan, Afghanistan, Laos, Mongolia, Kazakhstan, Kyrgyzstan, Uzbekistan, Tajikistan, Turkmenistan.

আফ্রিকার দেশ (১৬টি) :

মালি, নাইজার, উগান্ডা, বতসোয়ানা, জিম্বাবুয়ে, রুয়ান্ডা, বুরুন্ডি, মালাউই, জাম্বিয়া, ইথিওপিয়া, চাদ, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, লেসোথো, বুরকিনা ফাসো, ইসোয়াতিনি, দক্ষিণ সুদান।

African countries (16):

Mali, Niger, Uganda, Botswana, Zimbabwe, Rwanda, Burundi, Malawi, Zambia, Ethiopia, Chad, Central African Republic, Lesetho, Burkina Faso, Eswatini, South Sudan.

ইউরোপের দেশ (১৭টি) :

অস্ট্রিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, সুইজারল্যান্ড, চেক প্রজাতন্ত্র, কসোভো, মলদোভা, বেলারুশ, স্লোভাকিয়া, সার্বিয়া, ভ্যাটিকান সিটি, অ্যান্ডোরা, উত্তর মেসিডোনিয়া, সান মারিনো, লিশটেনস্টাইন, লুক্সেমবার্গ, হাঙ্গেরি (ইউরোপের বৃহত্তম স্থলবেষ্টিত দেশ)।

Countries of Europe (17):

Austria, Switzerland, Czech Republic, Kosovo, Moldova, Belarus, Slovakia, Serbia, Vatican City, Andorra, Macedonia, San Marino, Liechtenstein, Armenia, Luxembourg, Azerbaijan, Hungary (the largest landlocked country in Europe.)

দক্ষিন আমেরিকা ( ২টি দেশ):

বলিভিয়া ও প্যারাগুয়ে।

South America (2 countries):

Bolivia and Paraguay.