আলাপ:স্টিভেন হকিং

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উইকিপ্রকল্প জীবনী
এই নিবন্ধটি উইকিপ্রকল্প জীবনীর অংশ, যা উইকিপিডিয়ায় জীবনী সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ???  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়ন অর্জন করেনি।
 

রেফারেন্স[সম্পাদনা]

দীর্ঘদিন পর কাজ শুরু করে নানা জটিলতা হচ্ছে। যেমন এখানে রেফারেন্সটা দিতে পারছিনা। কেউ যদি ধরে দেন, তাহলে ভাল হয়। Munirhasan ১৬:৫১, ২৬ মে ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

আপনি যা জানতে চাইছেন তা যদি ঠিক বুঝি। রেফারেন্স আপনি এই ভাবে দিতে পারেন <ref>আপনার রেফারেন্স</ref>।ধন্যবাদ সহ--জয়ন্ত (আলাপ | অবদান) ০৬:৪৫, ২৭ মে ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

রেফারেন্স নিয়ে জটিলতা শেষ হতে সময় লাগবে। আপাতত আমি লিখে যাই, কেহ যদি রেফারেন্সগুলো ঠিক করে দেন, তাহলে ভাল হয়। Munirhasan ১৫:৪৩, ৫ জুলাই ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

বানান সংশোধন[সম্পাদনা]

স্টিফেন হকিং হবে, স্টিভেন হকিং এর পরিবর্তে। নিবন্ধের নামেই ভুল আছে। সংশোধন করা প্রয়োজন। Jejsiguoa (আলাপ) ০৪:১১, ১৩ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

না, নামের প্রতিবর্ণীকরণে কোনও ভুল হয়নি। ইংরেজি ভাষাতে Steven এবং Stephen বানানে লেখা নাম দুইটির উচ্চারণ একই; দুই ক্ষেত্রেই v-এর মতো উচ্চারিত হয়; একটিতে f-এর মতো, অপরটিতে v-এর মতো উচ্চারিত হয় না। --অর্ণব (আলাপ | অবদান) ১০:১০, ২৮ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]