আলাপ:সাহেব বাড়ি জামে মসজিদ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ভুল ছবি[সম্পাদনা]

ভাই এটা ভুল ছবি,এটা কিশোরগন্জ জেলার পৌরসভা থেকে প্রায় এক কিঃমিঃ দক্ষিণ-পশ্চিম কোণায় হয়বতনগর নামক স্থানে অবস্থিত " হয়বতনগর জমিদার বাড়ির বা হয়বতনগর দেওয়ান সাহেব বাড়ি মসজিদ । এই সাহেব বাড়ির ইতিবৃত্তান্ত বলতে গেলেই প্রসংগক্রমে এসে যায় বাংলার ঐতিহাসিক বীর ঈসা খাঁ মসনদ-ই-আলা এর কথা। কারণ,এই বাড়িটি ঈসা খাঁ এর অধস্তন তৃতীয় পুরুষ হায়াৎ খাঁ এর পুত্র হয়বৎ খা 1700 সালের প্রথম দিকে তাঁর পৈত্রিক বাড়ি বাংলার দ্বিতীয় রাজধানী,আমি জানি কারন এটা আমার দাদা বাড়ি কিন্তু আপনি যে বাড়ি সম্পর্কের আলোচনা করেছেন সেটা আমার নানাবাড়ি জাওয়ার সাহেব বাড়ি জামে মসজিদ নিচে আসল ছবিটি দেয়া হোল ---- Link— 180.92.224.52 (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

@180.92.224.52: ধন্যবাদ বিষয়টি নজরে আমাদের নজরে আনার জন্য এবং সেই সাথে দুঃখিত, অন্য কোনও ওয়েবসাইটে পূর্বেই আপলোড হওয়া চিত্র (কপিরাইটকৃত) আমরা উইকিপিডিয়ায় ব্যবহার করি না। আপনার কাছে যদি নিজের তোলা ছবি থাকে তবে এখানে গিয়ে আপলোড করতে পারেন। আপলোড করতে হলে আপনাকে একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে। এবিষয়ে আরও কিছু জানার থাকলে আমার আলাপ পাতায় জানাতে পারেন।— য়াহিয়া (আলাপঅবদান) - ১১:১৬, ১০ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]