আলাপ:সামুদ্রিক বাস্তুতন্ত্র

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

যান্ত্রিক অনুবাদ[সম্পাদনা]

@MdsShakil: শুভেচ্ছা নিবেন। অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এই নিবন্ধটির মানোন্নয়ন করায় আপনাকে ধন্যবাদ। তবে নিবন্ধটি পর্যালোচনা করতে গিয়ে আমি দেখতে পেলাম প্রায় সব অনুচ্ছেদেই কম-বেশি যান্ত্রিক অনুবাদের "ছোঁয়া" রয়েছে। নিবন্ধের ২য় বাক্যটিই দেখুন: "এটিতে উচ্চমাত্রায় লবণের পরিমাণের কারণে এটি সাধারণ জলজ বাস্তুতন্ত্র থেকে পৃথকীকৃত"। বাক্যটিকে এভাবে লিখা যেত: "এই বাস্তুতন্ত্রে উচ্চমাত্রায় লবণ থাকায় এটি সাধারণ জলজ বাস্তুতন্ত্র থেকে পৃথক/আলাদা/ভিন্ন।" আপনি অনুগ্রহ করে পুরো নিবন্ধটি আরেকবার (কিংবা কয়েকবার) পড়ে যেসব বাক্য আরেকটু সহজভাবে লিখা যায় সেগুলোকে সহজভাবে লিখুন। তারপর এখানে আমাকে জানালে, আমি নিবন্ধটা গ্রহণ করে নিব। ধন্যবাদ। ≈ MS Sakib  «আলাপ» ০৪:১৭, ২৪ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@MS Sakib: আরেকবার একটু দেখবেন। যথাসম্ভব ঠিক করা হয়েছে —শাকিল হোসেন আলাপ ০৫:২৫, ২৪ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@MdsShakil: সংশোধনের জন্য ধন্যবাদ। কিন্তু এখনো কিছু যান্ত্রিক অনুবাদ রয়ে গিয়েছে। আমি ভূমিকা অনুচ্ছেদটি সংশোধন করে দিয়েছি। এভাবে পুরো নিবন্ধটি আরেকবার সংশোধন করার অনুরোধ করছি। ≈ MS Sakib  «আলাপ» ০৬:০৭, ২৪ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@MS Sakib এবং MdsShakil: ভাই, এই নিবন্ধের বিষয়ে আবার স্মরণ করিয়ে দিচ্ছি। নিবন্ধটি অপর্যালোচিত জমা পড়ে রয়েছে এবং বিগত পাঁচদিনে আলাপ পাতা কিংবা নিবন্ধে কোনো সম্পাদনা হয়নি। এই জমা নিবন্ধটির একটা ব্যবস্থা করুন। জানেন তো, জমা পানিতে মশা জন্মায়। :P — Meghmollar2017আলাপ১৭:০৮, ১ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@MS Sakib: আমার চোখে পড়া সব সমস্যাই সমাধান করা হয়েছে। আশা করছি নিবন্ধ টি গ্ৰহণ করতে আর কোন সমস্যা হবে না —শাকিল হোসেন আলাপ ১৭:৪৩, ১ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@Meghmollar2017: শাকিল ভাইয়ে বিষয়টি মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। নিবন্ধটি সংশোধন করায় @MdsShakil: ভাইকেও ধন্যবাদ। আপনি জেনে আনন্দিত হবেন যে, আপনার মানোন্নয়নকৃত এই নিবন্ধটি গৃহীত হয়েছে। ≈ MS Sakib  «আলাপ» ০৩:০৭, ২ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
আপনাদের দুইজনকেই ধন্যবাদ। — Meghmollar2017আলাপ০৩:৫২, ২ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]