আলাপ:সর‌ভাজা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নিবন্ধের উন্নয়ন[সম্পাদনা]

এ নিবন্ধের বিষয় সম্পর্কে যদি কারও জানা থাকে,দয়া করে নিবন্ধটি মানোন্নয়নে সাহায্য করুন। নতুবা আমি নিবন্ধটি মুছে ফেলার অনুরোধ করবো।--বেলায়েত (আলাপ | অবদান) ০৫:০৩, ৯ অক্টোবর ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]

কদমা, জিলাপিইত্যাদি অল্প কয়টা নিবন্ধ বাদে এই বিষয়ের বাকি সবগুলারই প্রায় একই অবস্থা। মুছতে হলে ওগুলো ও মুছতে হয়।তাইনা?--ফজলে রাব্বি দায়ীন ১০:২৭, ৯ অক্টোবর ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]
আসলে নিবন্ধে কিছু তথ্যতো থাকা উচিত। এটি এক ধরনের মিষ্টি এমন জেনারেল তথ্যের কি মূল্য আছে? আর নিবন্ধের বিষয়ও সবার পরিচিত কোন বিষয় নয়, ফলে এটি মানউন্নয়নের সম্ভবনা কম। এ ধরনের অপরিচিত বিষয়ে তথ্যহীন পাতাগুলো আসলেই মুছে ফেলা উচিত।--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:২০, ৯ অক্টোবর ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]
এখানে দেখার পর আমি একটু সরভাজা সম্পর্কে পরিচিতদের মধ্যে খোজ করেছিলাম। অনেকেই সরভাজার নাম শুনেছে কিন্তু অতিরিক্ত এমন তথ্য পেলাম না যা উইকিতে যোগ করা যেতে পারে। বা রন্ধন প্রক্রিয়া নিয়েও কিছু পেলাম না। এক্ষেত্রে আপাতত মুছে দেয়াতেই সমর্থন দিলাম।--Đ̪αўєєи ০৬:২৬, ১১ অক্টোবর ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]
এখানে ছবি আছে। চেষ্টা করলে আরো তথ্য পাওয়া যেতে পারে, গুগলে ইংরেজি হরফে সরভাজা লিখে সার্চ দিলে বেশ লিংক আসে। --রাগিব (আলাপ | অবদান) ০৬:২৮, ১১ অক্টোবর ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]