আলাপ:সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নামকরণ ও অমিল[সম্পাদনা]

কলেজের লগো অনুসারে নাম এডওয়ার্ড কলেজ কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের শিরোনামে নাম সরকারি এডওয়ার্ড কলেজবাংলাপিডিয়ায়ও শুধু এডওয়ার্ড কলেজ। এখন, যে নামটিই আমরা রাখি না কেন এটা নিশ্চিত বর্তমান নামের বানানটি 'এডোয়ার্ড' না হয়ে 'এডওয়ার্ড' হবে। অন্যদিকে, কলেজের অফিসিয়াল ওয়েবে বলা হয়েছে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ১৯০৬ সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন কিন্তু বাংলাপিডিয়া বলছে তিনি ১৯১৪ সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন। এখন কোনটা ঠিক? -- যুদ্ধমন্ত্রী আলাপ ০৯:১৪, ৪ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

কলেজ হয়ত পুরনো লোগো ব্যবহার করছে। বর্তমান নাম যা কলেজের মূল গেটে আছে তা সরকারি এডওয়ার্ড কলেজ। ফলে সরকারি এডওয়ার্ড কলেজ নামটি হওয়া সমীচীন মনে করি। --সাদি (আলাপ) ০৬:১৪, ৪ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Anup Sadi, @NahidSultan, @আফতাবুজ্জামান নিবন্ধটির নাম সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা হওয়া উচিত। লোগোটি পুরোনো, তাই সেখানে এডওয়ার্ড কলেজ, পাবনা দেওয়া আছে। কিন্তু ওয়েবসাইট, তাদের অফিশিয়াল ফেসবুক পেইজ (ওয়েবসাইটে উল্লেখিত), প্রধান ফটক সব জায়গাতেই সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা দেওয়া আছে। বর্তমান সংস্করণ ব্যবহারই উইকির রীতি। Deloar Akram (আলাপঅবদানলগ) ১৮:৪৮, ২ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]