আলাপ:সদিক রাশির(ভেক্টর)ক্যালকুলাস

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সদিক রাশি লিখে ব্রাকেটে ভেক্টর লিখে দেয়ার ব্যাপারে আমি একমত। কিন্তু শিরোনামে এমনটি করা ঠিক নয়। কারণ, নিবন্ধের শিরোনাম সরলতম এবং সাসরি হতে হবে। তাই এই নিবন্ধের নাম সদিক রাশির ক্যালকুলাস হবে এবং নিবন্ধের ভিতরে ভেক্টর শব্দটির উল্লেখ থাকবে। আর এই নামটিকেও রিডাইরেক্ট করে দিলে হয়ে যায়। -- মুহাম্মদ ১১:১২, ৪ সেপ্টেম্বর ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]

হ্যা আমিও চিন্তা করতে পারিনি Frdayeen শব্দটিকে শিরোনামে পরিবর্তন করবেন। আমি শুধু তাকে নিবন্ধের ভিতরের শব্দগুলো পরিবর্তনের পরামর্শ দিয়েছিলাম। আমার মনে হয় নিবন্ধটি আগের জায়গায় ফিরিয়ে নেওয়া উচিত।--বেলায়েত (আলাপ | অবদান) ১৪:৫১, ৪ সেপ্টেম্বর ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]