আলাপ:সংশপ্তক (উপন্যাস)

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উইকিপ্রকল্প সাহিত্য
এই নিবন্ধটি উইকিপ্রকল্প সাহিত্যের অংশ, যা উইকিপিডিয়ায় সাহিত্য সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ???  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়ন অর্জন করেনি।
 

১. এটা শহীদুল্লাহ কায়সার এর লেখা উপন্যাস, নজরুলের নয়। দেখুন বাংলাপিডিয়া। ২. এটার বানানটা কী এই রকম? নাকি "সংশপ্তক"? "শ" দিয়ে শুরু না, এটাই আমার যতদূর মনে পড়ে।

--Ragib ২২:১৭, ২২ মে ২০০৬ (ইউটিসি)[উত্তর দিন]

অবশ্যই সংশপ্তক; শংসপ্তক নয়। redirect করতে হবে।--- অর্ণব ০৪:৩৫, ২৩ মে ২০০৬ (ইউটিসি)[উত্তর দিন]

But I thought সংসপ্তক was a group of seven people or seven things described in মহাভারত। probably either the seven people who together killed অভিমন্যু in the চক্রব্যূহ or something to do with seven weapons or something of অর্জুন। -সপ্তর্ষি ০৬:২১, ২৪ মে ২০০৬ (ইউটিসি)[উত্তর দিন]

না, বাংলা ব্যকরণ (স্কুলে যা পড়েছি) এর "এক কথায় প্রকাশ" অনুযায়ী এর মানে হলো "পরাজয় নিশ্চিত জেনেও যে যুদ্ধ করে"। সাত সংখ্যার সাথে এর কী সম্পর্ক আছে, আমি নিশ্চিত না, ব্যকরণ বইটাও সাথে নেই। অভিধান দেখে নিলে ভালো হয়। ধন্যবাদ। --Ragib ০৬:২৭, ২৪ মে ২০০৬ (ইউটিসি)[উত্তর দিন]

I see.. I didnt know the meaning.. I read সংশপ্তক probably as an adjective to অভিমন্যু। And your meaning does make sense. -Thanks -সপ্তর্ষি ০৭:১৯, ২৪ মে ২০০৬ (ইউটিসি)

এই মাত্র সংসদ বাংলা অভিধান দেখে নিলাম, সেখানে লেখা আছে:
সংশপ্তক (p. 0967) [ saṃśaptaka ] n (myth.) an indomitable soldier (or divine origin) who fights for vic tory with his life, (cp.) a myrmidon.
শব্দটির উৎস কী তা জানি না। সংস্কৃত ভাষায় বা ব্যকরণে কিছু একটা হবে আর কি। স্কুলে বাংলা ২য় পত্র (যেখানে ব্যকরণ পড়তে হয়) পড়েছি অনেক দিন হলো। ঃ) --Ragib ০৭:২৬, ২৪ মে ২০০৬ (ইউটিসি)[উত্তর দিন]

নতুন মন্তব্য[সম্পাদনা]

জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠ্যকৃত এই উপন্যাসটি। তাই আমার অনুরোধ উপন্যাসটির যদি কোন কপি থাকে তাহলে এডিট করে সবাইকে উপকৃত করার জন্য। জাবের আহমেদ----মুক্ত বিশ্বকোষ।