আলাপ:শ্রাদ্ধ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

শিরোনামহীন আলাপ[সম্পাদনা]

এই সকল প্রকার শ্রাদ্ধের সঙ্গে নানা মতে মৃত্যুকালে কিছু প্রাপ্ত দোষ এর প্রচলন আছে যথা- একপাদ, দ্বিপাদ, ত্রিপাদ, চতুষপাদ দোষ। এইটি সম্ববত মৃতব্যক্তির শেষ আকান্কার প্রতিফলন। তার মৃত্যকালের পরেও কোন মায়ার অটুট বন্ধন থেকে থাকলে এই অবস্থা হয়ে থাকে। কিন্তু সবটিই মানুষের আচারবিধির নিয়মের প্রতিফলন।