আলাপ:শৌচাগার

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অনুবাদ[সম্পাদনা]

অনুবাদ প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য ধন্যবাদ। নিবন্ধটিতে ইংরেজি নিবন্ধের আংশিক অনুবাদ রয়েছে। গৃহীত হতে হলে, আপনাকে অবশ্যই ইংরেজি সবগুলো অনুচ্ছেদ পূর্ণ অনুবাদ করতে হবে। বর্তমানে বেশ কিছু অনুচ্ছেদ আপনি আংশিক অনুবাদ করেছেন। সংশোধনের পর এখানে অথবা আমাকে জানান দয়া করে। পুনরায় জমা দেওয়ার প্রয়োজন নেই। -- মৈত্রী (আলাপ) ১৩:২২, ২৬ মার্চ ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

পুনরায় পর্যালোচনা করা হল:[সম্পাদনা]

১. সূচনার প্রথম অনুচ্ছেদে ২ লাইন মিসিং

২. ফ্লাশ টয়লেট শিরোনামের তৃতীয় এবং চতুর্থ অনুচ্ছেদে ৩/৪ লাইন মিসিং

৩. উরন্ত শৌচাগারসমূহ- অনুচ্ছেদে বাক্য সংক্ষেপ করা হয়েছে

৪. Toilets connected to livestock or aquaculture নামক অনুচ্ছেদ পুরোপুরি বাদ দেয়া হয়েছে, যার কোন অনুবাদ পাওয়া যায়নি

৫. Anal cleansing habits অনুচ্ছেদের অনুবাদ অসম্পূর্ণ

৬. "প্রাচীন ইতিহাস" শিরোনামে ৪,৫ নং অনুচ্ছেদ সংক্ষেপণ করা হয়েছে

৭. আধুনিক ইতিহাস শিরোনামে ৪,৫ নং অনুচ্ছেদ সংক্ষেপণ করা হয়েছে

৮. Development of dry earth closets নামক অনুচ্ছেদ পুরোপুরি বাদ দেয়া হয়েছে, যার কোন অনুবাদ পাওয়া যায়নি

৯. Development of flush toilets অনুচ্ছেদের অনুবাদে উপর্যুপরি বাক্য বাদ দেয়া হয়েছে

১০. Etymology অনুচ্ছেদে অনেকগুলো বাক্য বাদ দিয়ে দেওয়া হয়েছে, যার কোন অনুবাদ পাওয়া যায়নি

১১. Euphemisms নামক অনুচ্ছেদ পুরোপুরি বাদ দেয়া হয়েছে, যার কোন অনুবাদ পাওয়া যায়নি


১০ নম্বর নিয়ে কথা আছে। Etymology জাতীয় পরিচ্ছেদ বাংলাতে অনুবাদ করার কোনই দরকার নেই। এগুলি হল ইংরেজি ভাষাতে ইংরেজি শব্দটির উৎপত্তির ইতিহাস। সেটা এই বাংলা উইকিতে রাখার কোনই মানে নেই। বরঞ্চ এখানে "শৌচাগার" বা তার সমার্থক বাংলা শব্দগুলির ইতিহাস থাকবে। বাংলা উইকিতে ইংরেজি পরিভাষার ইতিহাস নিয়ে কেন আলোচনা থাকবে? অর্ণব (আলাপ | অবদান) ২০:০৩, ১ এপ্রিল ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

১১ নিয়েও একই বক্তব্য। Eupheism হল ইংরেজি শব্দটিকে ভদ্রসমাজে গ্রহণযোগ্য করার জন্য যে ইংরেজি সমার্থক শব্দগুলি ব্যবহার করা হয়, তার তালিকা। সেটা এই বাংলা উইকিতে থাকার দরকার নেই। বরং বাংলা সমার্থক ও এই জাতীয় euphemism থাকলে এখানে আলোচিত হবে। অর্ণব (আলাপ | অবদান) ২০:৪২, ১ এপ্রিল ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

একই বক্তব্য আমারও। euphemism এবং etymology এই দুটি অনুচ্ছেদের বাংলা উইকিপিডিয়া তে প্রয়োজন নেই। তবুও প্রতিযোগিতা বিধায় আমি অনুবাদ করার চেষ্টা করেছি। কিন্তু etymology এর কিছু লাইন অনুবাদ করা সার্থক হয় নি। কারণ এটা তো বাংলা শৌচাগার নয় বরং ইংরেজি টয়লেট শব্দের উৎপত্তির ইতিহাস। Nirzak (আলাপ)