আলাপ:শেয়ার বাজার

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নিবন্ধটির নাম আসলে বাংলাদেশের শেয়ার বাজার হওয়া উচিত ছিল।--বেলায়েত ১৬:৪৬, ২৮ সেপ্টেম্বর ২০০৬ (UTC)

শেয়ার বাজার বলতে কি কোন স্থান বোঝায়? অর্থনীতিতে বাজার বলতে কিন্তু কোন স্থান বোঝায় না। ক্রেতা ও বিক্রেতার মধ্যে দর কষাকষির মধ্য দিয়ে গড়ে উঠা সম্পর্কটিকে বাজার হিসেবে অভিহিত করা হয়। শেয়ার বাজারও যেহেতু একধরনের বাজার তাই এটিকে সরাসরি স্থান হিসেবে উল্লেখ না করে বিকল্প সঞ্গা দেয়ার চেষ্টা করলে ভাল হত। রাহাত (আলাপ) ১৪:৫৩, ৮ জুলাই ২০১৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]