বিষয়বস্তুতে চলুন

আলাপ:শিউপুর জেলা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Suvray কর্তৃক ৪ বছর পূর্বে "জ্ঞাতার্থে" অনুচ্ছেদে

নাম পরিবর্তন

[সম্পাদনা]

জায়গাটির বাংলা নাম শিবপুর বা শিউপুর৷ স্থানীয় উচ্চারণের সাথে মিলিয়ে বর্তমানে শিউপুরই বলা হয়৷ Sheopur হলো এংলোকৃৃৃৃৃত বানান৷ শরদিন্দু ভট্টাচার্য্য (আলাপ) ০৮:১১, ১৩ নভেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধের গ্রহণযোগ্যতা

[সম্পাদনা]

@Marajozkee: ব্যাঘ্র প্রকল্প এডিটাথন ২০১৯-এ অংশগ্রহণ করায় সাধুবাদ জানাই। [২০১১ সালের ভারতীয় জনগণনা অনুসারে রামবান জেলা মোট জনসংখ্যা ছিল ৬৮৭,৮৬১ জন এবং আয়তনে ৬০৬৬ বর্গ কিলোমিটার।] অংশটি ত্রুটিপূর্ণ বলে ধারনা করছি। এছাড়াও অত্র নিবন্ধের অন্যান্য অংশ সংশোধন করে (প্রযোজ্য ক্ষেত্রে) বিশ্বকোষীয় পর্যায়ে উপনীত করার আমন্ত্রণ জানাচ্ছি! - Suvray (আলাপ) ০৬:৩৭, ১৭ জানুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Suvray: সংশোধন করে দিয়েছি। একটু দেখে নেবেন। Marajozkee (আলাপ) ১৪:১৩, ১৮ জানুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন

জ্ঞাতার্থে

[সম্পাদনা]

@Marajozkee: ব্যাঘ্র প্রকল্প এডিটাথন ২০১৯-এ অংশগ্রহণ করায় সাধুবাদ জানাই। [২০১১ সালের ভারতীয় জনগণনা অনুসারে রামবান জেলা ...।] অংশটি ত্রুটিপূর্ণ। আপনা কর্তৃক সৃষ্ট প্রায় সবকটি জেলার নিবন্ধে কপিকৃত এ অংশটি রয়েছে। - Suvray (আলাপ) ১১:৫২, ২১ জানুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন