আলাপ:শাহ আলী বাগদাদী

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(আলাপ:শাহ আলী থেকে পুনর্নির্দেশিত)

শাহ আলী নিবন্ধ ও এর সূত্র বিষয়ে[সম্পাদনা]

সুজনেষু মহীন রীয়াদ যদিও আমি নিজে কভূ স্বচক্ষে স্থানটি পরিদর্শনের সুযোগ হয়নি তবে, শাহ আলী নিবন্ধটির জন্য গুগলে সার্চ করে যেটুকু তথ্য পাওয়া গেল তার মাঝ থেকে কেবল উল্লেখ্য অংশ সমূহই তুলে ধরতে চেষ্টা করেছি। একটি বিষয় সর্বজন বিদিত যে, শাহ আলীর মাজার ঢাকার সাধারণ জনগনের এক বিরাট অশের নিকট তাদের মন-মানষিকাতা- বিশ্বাস জুড়ে একটি শক্ত অবস্থান নিয়ে টিকে রয়েছে। তাই এর ঐতিহাসিক ও মনস্থাত্বিক গুরুত্ব বিবেচনায় নিবন্ধটির যথেষ্ট গুরুত্ব অনুধাবন করেছি। তা তৈরীতে হাত দিয়েছি। আমার এ নিবন্ধটি শুধুমাত্র ইন্টারনেট নির্ভর তথ্যের উপর দাড়িয়ে আছে। এ সংক্রান্ত নিজে সেদিনের পূর্ব পর্যন্ত কিছুই জানতাম না। সূত্রের বিষয়ে মনে হচ্ছে আরও কিছু চিন্তা ভাবনা করা ও আরও কিছুটা ঢেলে সাজানের তাগিদ পাচ্ছেন। সম্ভব হলে, আপনার নজরে তেমন কিছু পড়লে আশা করব নিশ্চয় সংযোজন করবেন। আমিও চেষ্টা করছি। আপনাকে আবারও ধন্যবাদ। --- Sufidisciple (আলাপ) ১০:০২, ৬ অক্টোবর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

প্রিয়জনেষু মহীন রীয়াদ, উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা (ব্যক্তি) এ অংশে চোখ বুলালেতো দেখা যাচ্ছে এটি গ্রহণযোগ্যতার দাবী রাখে। যেমন অনূন্য এর সৃজনশীল পেশাজীবি অনুচ্ছেদের চার নম্বর ধারায় ভিত্তি করে তা স্থান পাওয়ার দাবী প্রতিষ্ঠা পায়। তবে, হয়ত আপনার দৃষ্টিতে আরও কোন ব্যাপক বিশ্লেষন রয়েছে। আপনার নোটিশের প্রতি শ্রদ্ধা রেখে অনুরোধ, যদি বিষয়টি আরও একটু পরিষ্কার ভাবে বলতেন হয়ত কাজের জন্য সুবিধা হত। ধন্যবাদ। --- Sufidisciple (আলাপ) ১১:৩৫, ৬ অক্টোবর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]