আলাপ:শাহনাজ রহমতুল্লাহ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মৃত্যু তারিখ[সম্পাদনা]

@NahidSultan: শাহনাজ রহমতুল্লাহর মৃত্যু তারিখ নিয়ে একটা সংশয় রয়ে গেছে, সংবাদপত্রগুলোতে ২৩শে মার্চ রাত সাড়ে ১১টা আবার ২৪শে মার্চ রাত ১টার উল্লেখ দেখা যাচ্ছে। যেমন - বিডিনিউজ, বাংলা ট্রিবিউন, সারাবাংলাসহ কয়েকটি সংবাদপত্রে তার মৃত্যুর সময় রাত সাড়ে ১১টা; অন্যদিকে ইত্তেফাক, যুগান্তর, কালের কণ্ঠসহ আরও কয়েকটি সংবাদপত্রে রাত ১টা উল্লেখ করেছে। ফলে কোনটাকে ঠিক ধরা হবে। -- ওয়াকিম (আলাপ) ২১:১৮, ২৩ মার্চ ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

এটা আমিও খেয়াল করেছি। চ্যানেল আই যখন প্রথম সংবাদ প্রকাশ করে তখন তারা ১টা লিখেছিল, সে হিসেবে আমি ২৪ তারিখ দিয়েছিলাম আবার দেখলাম অনেক সংবাদ মাধ্যম ১১টা লিখছে। আমাদের কিছু করার নাই। আপাতত ২৩ থাক। কালকেই দিনে বোঝা যাবে। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ২১:২০, ২৩ মার্চ ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]