আলাপ:শহীদ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

শহিদ নিবন্ধ প্রসঙ্গে[সম্পাদনা]

বাংলায় শহীদ নামে পূর্বে en:Shaheed নিবন্ধের অনুবাদ ছিল, যা ইসলামী ধর্মীয় দৃষ্টিকোণ থেকে লেখা। এরপর ইংরেজি en:Martyr নিবন্ধের অনুবাদে আমি শহীদ নিবন্ধটি তৈরি করি, যা সামগ্রিক দৃষ্টিকোণ থেকে সৃষ্ট। এখন একই নাম হওয়ায় বিভ্রান্তি তৈরি হয়েছে কারণ প্রচলিত বাংলায় পার্থক্যটি স্পষ্ট নয়। তাই শহীদ নিবন্ধটিকে শহীদ (ইসলাম) নামে স্থানান্তরের প্রস্তাব দিচ্ছি। 202.134.14.140 (আলাপ) ০৬:৪০, ২৪ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@ করা হয়েছে, Martyr নিবন্ধটি দ্রুত অনুবাদ করুন শহীদ এ পাতাটিতে। - Nazrul Islam Nahid (আলাপ) ০৬:৫৩, ২৪ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
শহিদ পাতাটিতে করা আছে। 202.134.14.140 (আলাপ) ১৩:০৬, ২৪ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Nazrul Islam Nahid: সন্ত্রাসবাদী রাজনৈতিক আন্দোলনে তখন যারা প্ৰাণত্যাগীদের ত্যাগকে গৌরবান্বিত করার জন্য সমসাময়িক লেখকগণ শহীদ শব্দটির ব্যবহার করতে থাকে। সমসাময়িক সন্ত্রাসবাদীরা এবং পাশাপাশি কমিউনিস্টরা এ শব্দটির ব্যবহার চালিয়ে যায়
উপরের বাক্য দুটি নিবন্ধে লেখা হয়েছে, যা ভারতের স্বাধীনতা আন্দোলনের শহীদ ও আন্দোলনকে চরম ভাবে অপমানিত করে। ভারতের স্বাধীনতা আন্দোলনের শহীদদের কখনই সন্ত্রাসবাদী হিসাবে উল্লেখ করা যায় না। তাদের কর্মকাণ্ড মূলত সহিংস আন্দোলন হিসাবে নথিভুক্ত। নিবন্ধের দ্রুত সংশোধন প্রয়োজন। খাঁ শুভেন্দু (আলাপ) ০৮:১৪, ২৫ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@খাঁ শুভেন্দু আমার সম্পাদনা না। রোলব্যক করা অধিকারও আপনার আছে, করুন মশাই।- Nazrul Islam Nahid (আলাপ) ০৮:৫৯, ২৫ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
এটা গোলাম মুরশিদের বক্তব্য, তার নারী ধর্ম ইত্যাদি বইটি থেকে নেওয়া। আমি শব্দটিকে সহিংস আন্দোলনকারী দ্বারা প্রতিস্থাপিত করে নিরপেক্ষ শৈলী আনছি। এজন্য কেউ সংযোগের সুবিধার্থে en:Political violence (রাজনৈতিক সহিংসতা) নিবন্ধটি অনুবাদ করে দিতে পারেন। এর মূল en:Violence (সহিংসতা) নিবন্ধটিও অনুবাদ করা নেই। এছাড়া আরও দুটি নিবন্ধ আছে en:Martyr (politics) (শহীদ (রাজনীতি)en:Martyrology (শহীদনামা বা শহীদসূচি বা শহীদপঞ্জি হতে পারে, অর্থাৎ কোন একটি নির্দিষ্ট স্থানের শহীদ বলে স্বীকৃতদের তালিকা) এ দুটো নিবন্ধও চাইলে কেউ অনুবাদ করতে পারেন। 43.245.123.27 (আলাপ) ২১:০৬, ২৫ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@ দেখুন প্রথমত আপনি যে অনুচ্ছেদ গুলো বা সম্পাদনা গুলো করছেন তার থেকেও স্বয়ং সম্পূর্ণ তথ্য ও জ্ঞানগর্ভ আলোচনা নিবন্ধটিতে বিদ্যমান। আপনার অনুচ্ছেদটির অবদানটি না হলেও চলবে মনে হচ্ছে। সৃজনশীল লেখকদের সব মতামত খাঁটি বা ভিন্ন অর্থ প্রকাশ করেনা, সব গুলো যে এ নিবন্ধে প্রয়োজন তা কিন্তু নয়। আমি আপনাকে অনুরোধ করছি ইংরেজি নিবন্ধটির অনুবাদটা করে নিবন্ধটি সম্প্রসারণ করুন। আপনি যে উদার বিশ্বের স্বপ্ন বিভোর হয়ে নিবন্ধটির অর্থ ম্যানিপুলেট করার চেষ্টা করছেন তা বিদ্যমান নয়, উইকিপিডিয়াকে এমন কাজে ব্যবহার থেকেও বিরত থাকার জন্য অনুরোধ করছি। বরং ঐ নিবন্ধ গুলো স্ব স্ব পাতায় বাংলায় অনুবাদ করুন, শহীদ নিবন্ধটিতে ঐ নিবন্ধের লেখা গুলো দিয়ে ভরিয়ে দিয়েননা। কোন প্রয়োজন তো দেখিনা, ইংরেজি নিবন্ধটি থেকে অনুবাদ করে নিবন্ধটি সম্প্রসারণ করুন। - Nazrul Islam Nahid (আলাপ) ০৭:০৯, ২৬ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
আলোচনা কোন প্রশাসক দ্বারা সমাপ্ত হয়ে সির্ধান্তে গ্রহণপূর্বক ঐ নিবন্ধটিতে অনুচ্ছেদ গুলো আবার যুক্ত করবেননা। আপনি সম্পাদনা যুদ্ধে অবতীর্ণ হচ্ছেন, আপনাকে সাবধান করছি। অনুচ্ছেদ গুলো আপনার খেলাঘরে রাখুন। - Nazrul Islam Nahid (আলাপ) ০৭:২২, ২৬ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
কিছু বলার নেই আসলে। বিষয়টি কোন প্রশাসককে জানাতে পারেন। "চিত্ত যেথা ভয়শূণ্য...জ্ঞান যেথা মুক্ত... বাহ...বাহ... তথ্য উল্লেখযোগ্য আর নিরপেক্ষ কিনা সেটাই হলো মূল বিষয়, কে কি ম্যানিপুলেট করলো কি করলো না তা তো মূল ধর্তব্য বিষয় না, চাইলে আপত্তিকর উক্ত একটি দুইটি লাইন শৈলী নিরপেক্ষকরণ করা যেত বা মুছে দেওয়া যেত, কিন্তু গোটা অনুচ্ছেদমালা সহ স্বীকৃত এতগুলো তথ্য ঢালাওভাবে মুছে দেওয়া কোনভাবেই বৈধতার মধ্যে পড়ে বলে আমার মনে হয় না। তারপরও সম্মিলিত সিদ্ধান্তের প্রতি আমি শ্রদ্ধাশীল।43.245.120.46 (আলাপ) ১৬:৪৮, ২৬ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@তথ্য উল্লেখযোগ্য আর নিরপেক্ষ না। এটাই তো বলছি, নিবন্ধটি কেবল তার অর্থই দিবে, ম্যানিপুলেট করার মত সৃজনশীল লেখকদের লেখা বিশ্বকোষীয় নিবন্ধে কেন থাকবে! আশাকরি আপনি আপনার ভুল বুঝতে পারছেন। ধন্যবাদ! - Nazrul Islam Nahid (আলাপ) ১৮:৫৯, ২৬ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
সৃজনশীল লেখকের লেখা বিষয়বস্তুর সাথে সরাসরি সম্পর্কিত সংশ্লিষ্ট উপাত্তভিত্তিক তথ্যগুলো যদি আরও নন-ফিকশন একাডেমিক লেখা উল্লখযোগ্য ও নির্ভরযোগ্য উৎসের গ্রন্থ, ওয়েব, সাময়িকী বা সংবাদ তথ্যসূত্র দ্বারা উল্লেখ করে প্রমাণ করে দেওয়া হয়, তাহলে নিশ্চয়ই সেগুলো থাকতে পারে, আর তা যদি রচনাশৈলী নিরপেক্ষ থাকার পরও আপনি মুছে দেন, তাহলে নিশ্চয়ই আপনি উইকিপিডিয়ার নীতিমালা অনুযায়ী ধ্বংসপ্রবণতা সম্পাদনকারী হিসেবে গণ্য হবেন, যা উইকিপিডিয়ার নীতিমালা অনুযায়ী একটি অন্যতম গুরুতর শাস্তিযোগ্য অপরাধ, যা আপনার জানা থাকার কথা বলে অনুমান করে নিচ্ছি। 202.134.10.135 (আলাপ) ০৯:৫৮, ২৭ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
ঐ বিষয়ভিত্তিক সৃজনশীল লেখকের লেখা বিষয়বস্তুর সাথে সরাসরি সম্পর্কিত সংশ্লিষ্ট উপাত্তভিত্তিক তথ্যগুলো যদি আরও নন-ফিকশন একাডেমিক লেখা উল্লখযোগ্য ও নির্ভরযোগ্য উৎসের গ্রন্থ, ওয়েব, সাময়িকী বা সংবাদ তথ্যসূত্র দ্বারা উল্লেখ করে প্রমাণ করে ঐ নিবন্ধ গুলোতে লেখুন। এ নিবন্ধে তা যুক্ত করে বিতর্কের জন্ম দিবেননা। ইংরেজি নিবন্ধমাফিক অনুবাদটা করে নিবন্ধটি সম্পূর্ণ করুন বা করা হবে। এটাই আমার শেষ উত্তর, উপর শুরু থেকে আমার পক্ষের সব যুক্তি আমি দেখিয়েছি, পড়ে দেখতে পারেন। ধন্যবাদ! - Nazrul Islam Nahid (আলাপ) ১০:১৫, ২৭ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@খাঁ শুভেন্দু বিজ্ঞ সম্পাদক, আপনি আর কিছু বললেননা।কি সংশোধন করতে চাচ্ছিলেন একদম পরিষ্কার করে বলুন তো । - Nazrul Islam Nahid (আলাপ) ১০:২৩, ২৭ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
আমি বোঝাতে চেয়েছি যে ভারতের স্বাধীনতা আন্দোলনের কর্মী বা নেতাদের সন্ত্রাসবাদী বা তাদের কর্মকাণ্ডকে সন্ত্রাসবাদ বলা উচিত নয়। .. খাঁ শুভেন্দু (আলাপ) ১০:৩১, ২৭ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@খাঁ শুভেন্দু এটা কোন সম্পাদক বা নিবন্ধকার সুলভ কথা হলোনা। আমি আপনার মনের কথাও বুঝতে পারছি, কিন্তু আলোচনার খাতিরে আমি বুঝতে পারছিনা । কোন কোন সম্পাদনায় আপনার সমস্যা এবং কেন তা থাকবেনা, এটি কি নিরপেক্ষ কিনা বা কেন নয় ব্যাখ্যা দিন। ধন্যবাদ! - Nazrul Islam Nahid (আলাপ) ১০:৫০, ২৭ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
নিবন্ধটি পড়ার পরে আমি আলাপ পাতায় বাক্য দুটি উল্লেখ করে সমস্যার কথা জানিয়ে ছিলাম। বর্তমানে বাক্য দুটি সংশোধন করা হয়েছে। খাঁ শুভেন্দু (আলাপ) ১১:৩৩, ২৭ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@খাঁ শুভেন্দু লাইনটি আছে , শুধু শব্দ বিন্যাস কিছুটা পরিবর্তিত, রাখার মত। -Nazrul Islam Nahid (আলাপ) ১১:৫৫, ২৭ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@খাঁ শুভেন্দু, @Nazrul Islam Nahid ভারতীয় উপমহাদেশের (মূলত বঙ্গের) স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীদের কার্যক্রমকে সন্ত্রাসবাদী আন্দোলন বলা যাবে কিনা, সেজন্য বাংলাপিডিয়ার এই ভূক্তিটি দেখুন। বিপ্লবী সন্ত্রাসবাদ
ধন্যবাদ। * NusJaS - আলাপ ১৭:৩৮, ২৮ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
এর উইকিপিডিয়া ইংরেজি নিবন্ধ en:Revolutionary terror103.67.157.6 (আলাপ) ২২:৪৪, ৩০ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

নাম পরিবর্তন প্রসঙ্গে[সম্পাদনা]

এই প্রবন্ধটির নাম বানান ভুল–ঠিক করার কি কোনো অপশন নেই? Tamim.mt.1 (আলাপ) ০৪:১৯, ৪ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

@Tamim.mt.1 কী ভুল আছে? কেন ভুল? ~ Yahya (আলাপ) ১১:৪১, ৪ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
বানান ভুল। 'শহিদ' হবে। Tamim.mt.1 (আলাপ) ০২:১৮, ৫ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]