আলাপ:ল্যাপটপ কম্পিউটার
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
এই পাতাটি ল্যাপটপ কম্পিউটার নিবন্ধের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
---|---|---|---|
| নিবন্ধ সম্পাদনার নীতিমালা
|
আগের সম্পাদনার লিখাটি এখানে রাখলাম। খুব ছোট হওয়ায় আমি সম্পূর্ন কেটে রাখলাম।
ল্যাপটপ কম্পিউটার হল কম্পিউটারের বহনযোগ্য সংস্করণ, যা কোলের উপর রেখে কাজ করা যায়। বহনযোগ্যতার কারণে বর্তমানে ল্যাপটপ কম্পিউটার ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয়তা লাভ করেছে।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
পরবর্তী কার্য তালিকা
- পাতায় লিংক যোগ করা [[]]
- কিছু ইংরেজির সঠিক বাংলা খুজে পাওয়া যায়নি। অনুরোধ রইল, পাওয়া গেলে যোগ করুন।
- কোথাও কোথাও ইংরেজি সরাসরি বাংলা করা হয়েছে। শুদ্ধ না হলে সঠিক অর্থে বাংলা বা প্রচলিত বাংলা যোগ করার অনুরোধ রইল।
- কম্পিউটার টার্মের কতকগুলো বাংলা করা হয়েছে। উপরোক্ত একই অনুরোধ এখানেও।
- আরো তথ্য সূত্র পেলে যোগ করা।
- ক্যাটাগরীটা সমৃদ্ধ করা।
- খুব দ্রুত ভাষান্তর করতে গিয়ে অনেক ভুল থাকতে পারে। সংশোধন আহবান করছি।
- বানানও ভুল থাকতে পারে। সংশোধনের আহবান করছি।