আলাপ:লম্বা কুকুর জিব

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নিবন্ধের শিরোনাম বিষয়ে[সম্পাদনা]

@Meghmollar2017: এই নিবন্ধের শিরোনাম লম্বা কুকুর জিব থেকে মূল ইংরেজি নামে স্থানান্তর করা যায় কি? -শাকিল হোসেন আলাপ ১৬:৫৩, ৬ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@MdsShakil এবং Dolon Prova: না। কারণ ২০১১ সালের প্রকাশনাতেও এই নামটির দেখা পাচ্ছি। এই সমস্ত বিষয়ে নিবন্ধ প্রণেতা ভালো বলতে পারবেন। — আদিভাইআলাপ১৭:৩৬, ৬ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Meghmollar2017: ২০১১ সালের প্রকাশনা বলতে? আমি বাংলা উইকি ছাড়া গুগল সার্চে আর কোথাও এই নামটি দেখলাম না। @Dolon Prova: আপনি দীর্ঘদিন ধরে এই পাতাটি উন্নতি করে চলছেন, আপনার কি মনে হয়? পরিবর্তন করা উচিৎ -শাকিল হোসেন আলাপ ১৭:৪৬, ৬ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@MdsShakil: এখানে দেখুন। গুগল অনুসন্ধানে "বৈজ্ঞানিক নাম Cynoglossus lingua", "বাংলা নাম Cynoglossus lingua" এরকম লিখে অনুসন্ধান করতে পারেন। — আদিভাইআলাপ১৭:৫৭, ৬ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@MdsShakil: এই নিবন্ধটি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি থেকে প্রকাশিত একটি গুরুত্বপুর্ণ গবেষণা খন্ড থেকে তথ্য নিয়ে তৈরি করা হয়েছে। নিবন্ধের শিরোনামে কোন ভুল নেই। অনুগ্রহ করে তথ্যসূত্র দেখে শিরোনাম পরিবর্তনের কথা বিবেচনা করবেন। যখন কোন নিবন্ধের বাংলা নাম থাকে তখন ইংরেজি শিরোনামে নিবন্ধ প্রকাশ করার কোন প্রয়োজন নেই। ধন্যবাদ।--Dolon Prova (আলাপ) ০৪:৪০, ৭ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Dolon Prova: নামটা সামঞ্জস্যহীন লেগেছে তাই বলেছিলাম। তাছাড়া লম্বা কুকুর জিব কোন অফিসিয়াল নামও নয়। আপনাকেও ধন্যবাদ -শাকিল হোসেন আলাপ ০৪:৪৫, ৭ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@MdsShakil: নামটা সামঞ্জস্যহীন লাগলেও করার কিছু নেই। গবেষনা গ্রন্থে এই গণে বেশ কয়েকটি প্রজাতির নাম এভাবেই উল্লেখ করা আছে; আমি প্রায় সব ক'টির নামেই নিবন্ধ তৈরি করেছি।--Dolon Prova (আলাপ) ০৫:০৪, ৭ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
এই নিবন্ধের শিরোনাম নিয়ে নয়, উইকির সামগ্রিক নিবন্ধের শিরোনাম নিয়ে একটি মন্তব্য করতে চাই: কোন কিছু বাংলা নাম না থাকলে সেই জিনিসের ইংরেজি নামটিই বাংলায় প্রচলিত এই ধারণা করা ঠিক নয়। প্রজাতির ক্ষেত্রে বাংলা নাম পাওয়া না গেলে এর বৈজ্ঞানিক নামটি ব্যবহার করা উচিত (যদি না অন্য ভাষার নাম ইতিমধ্যে বাংলায় প্রচলিত থাকে)। আফতাবুজ্জামান (আলাপ) ১৭:২৪, ৭ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]