আলাপ:লন্ডন ভিক্টোরিয়া স্টেশন

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সূচনাংশ পুনর্লিখন[সম্পাদনা]

বোধগম্যতার স্বার্থে লন্ডন ভিক্টোরিয়া স্টেশন নিবন্ধটির সূচনাংশ পুনর্লিখন করা হলো। কেনো সমস্যা ঘটে থাকলে এখানে আলোচনা করা যেতে পারে। বাকী অংশও সরল বাংলায় লেখা দরকার। — Faizul Latif Chowdhury (আলাপ) ১৭:৪৬, ৭ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

সম্পাদনা বাতিলের আগে ব্যাখ্যা দিন[সম্পাদনা]

ওপরে ব্যাখ্যা দিয়ে সম্পাদনা করা হয়েছে: সূচনাংশ পুনর্লিখন। সম্পাদরা বাতিল করতে চাইলে ব্যাখ্যা দিন। কোনো ভুল তথ্য কি যুক্ত করা হয়েছে? কেনো গুরুত্বপূর্ণ তথ্য কি বাদ পড়ে গেল? ভাষা কি অবোধ্য হয়ে উঠলো? সূচনাংশ পুনর্লিখনের ফলে কি নিবন্ধটি ক্ষতিগ্রস্ত হয়েছিল? সম্পাদক ও লেখকদের কাছে সুবিবেচনা আশা করি। — Faizul Latif Chowdhury (আলাপ) ১৮:৩২, ৭ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@Faizul Latif Chowdhury: নিবন্ধটি ইংরেজি উইকিপিডিয়া থেকে অনুবাদ করে লেখা হয়েছিল। ইংরেজি নিবন্ধটি ইংরেজি উইকিপিডিয়াতে ভালো নিবন্ধ (Good article) হিসাবে স্বীকৃত। ফলে নিবন্ধটি ইংরেজি নিবন্ধের অনুরূপ রাখার চেষ্টা করা হয়েছে। আর ‘লণ্ডন’ বা ‘ট্রেণ’ বানান উইকিপিডিয়াতে লেখা হয় না। ...আপনি চাইলে নিবন্ধের অবশিষ্ট অংশ অনুবাদ করতে পারেন। -- খাঁ শুভেন্দু (আলাপ) ০৩:৪৫, ৮ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@Faizul Latif Chowdhury:বাংলা উইকিপিডিয়ার নিবন্ধে ইংরেজি নিবন্ধের সঙ্গে হাইপার লিংক তৈরি করা থেকে বিরত থাকা উচিত। যেমন - আপনি ডিস্ট্রিক্ট লাইনসার্কেল লাইন লিংক দুটি তৈরি করেছেন। এর ফলে পরে কেউ নিবন্ধ দুটি বাংলাতে লিখলে উক্ত সংযোগ থেকে বাংলা নিবন্ধে পৌঁছানো যাবেনা। -- খাঁ শুভেন্দু (আলাপ) ০৩:৫০, ৮ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]