আলাপ:লখনউ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

লখনৌ না লক্ষ্মৌ[সম্পাদনা]

লখনৌ না লক্ষ্মৌ[১] হবে। --— Joy (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

লখনউ বানানের রেফারেন্স কী? লক্ষ্ণৌ বানানের রেফারেন্স দেখছি [২], [৩], [৪]। লখনউ বানানটি বেজায় অদ্ভুত দেখায়, গুগল সার্চে মাত্র ৪৯টি হিট পেলাম এই বানানের। পক্ষান্তরে লক্ষ্ণৌ বানানের হিট পেলাম ১৪,০০০ এর মতো। --রাগিব (আলাপ | অবদান) ১৬:১০, ৩ ডিসেম্বর ২০০৮ (ইউটিসি)[উত্তর দিন]

রেফারেন্স আকাদেমি বানান অভিধান, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি, পৃষ্ঠা ৪২৮। লক্ষ্ণৌ বানানটি পুরনো। এখনো কেউ কেউ লেখেন বটে। তবে ছাপার অক্ষরে আজকাল প্রায়ই দেখি না। সরকারি খাতা ও সংবাদপত্রে লখনউ বানানটিই প্রচলিত হয়েছে। সরকারি বানান হিসাবে উইকির আর্টিকলের শিরোনাম এটাই হওয়া উচিৎ বলে মনে করছি। আহমদাবাদ বানানটির ক্ষেত্রেও একই যুক্তি।

ব্যক্তিগত মতঃ লক্ষ্ণৌ বা লখনউ দুইই চলতে পারে। আগে এই নিবন্ধে যে লখনৌ বানান ছিল সেটিও এই লখনউ বানানেরই বানানান্তর (তুল্য বৌ/বউ)।

ধন্যবাদ। --অর্ণব দত্ত ১৬:২২, ৩ ডিসেম্বর ২০০৮ (ইউটিসি)[উত্তর দিন]

আনন্দবাজার পত্রিকাতেও লখনউ ব্যবহার করে। আর পশ্চিমবঙ্গ আকাদেমিও লখনউ বানানের পক্ষপাতী। আনন্দবাজার ইউনিকোডে লেখা থাকলে সম্ভবত লখনউ-এর জন্য আরও কয়েকশ' ফলাফল আসত। --অর্ণব (আলাপ | অবদান) ১৬:২৭, ৩ ডিসেম্বর ২০০৮ (ইউটিসি)[উত্তর দিন]