আলাপ:রেন্ডিশন (চলচ্চিত্র)

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

@Mouryan: আমি নাম পরিবর্তনের সাথে খুব একটা একমত না। বেশ বড় কয়েকটি কিন্তু শব্দটিকে রেনডিশন ই লিখেছে [১] [২] [৩]--যুদ্ধমন্ত্রী আলাপ ২০:২৫, ১১ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

হ্যালো নাহিদ দাদা! প্রথমেই শিরোনামটি পাল্টে দেবার আগে আমাকে অবহিত করার জন্য অসংখ্য ধন্যবাদ। দাদা, আপনার পাঠানো লিঙ্কগুলি কে আমি খুলে দেখলাম। হ্যাঁ বিবিসি একশবার একটি প্রখ্যাত ওয়েবসাইট কিন্তু দাদা আমি মনে করি বাংলা ভাষায় যখন (ন্) আর (ড্) এর যুক্তাক্ষর সম্ভব তখন শিরনাম-টি রেনডিশন রাখার দরকার টা কি... দাদা; আমাদের bnwiki-টি সামান্য বিশ্লেষণ করাতে আমি এটা লক্ষ্য করলাম যে এর আগেও শিরোনামের বানান(বিষেষ করে সেসব বানান যেখানে যুক্তাক্ষরের অবকাশ আছে) নিয়ে পিডিয়ানরা অল্প হলেও বিভ্রান্ত এবং শেষমেষ অসন্তুষ্টই হ​য়েছেন।
যেমন ধরুন এই নিবন্ধ​টি একটি ভারতীয় ব্যাঙ্কিং প্রতিষ্ঠান সম্পর্কিত নিবন্ধ| নিবন্ধটিতে bank-এর ব্যাংক-এই বাংলা বানান দেওয়া আছে| যদিও পশ্চিমবঙ্গের কোথাওই কিন্তু এই বানানটি প্রচলিত ন​য়। আমি এও মনে করি যে সম্পাদক হিসাবে যদি আমি বিবিসি-র হয়ে এই রিপর্টটি বানাতাম তাহলে রেন্ডিশন নামটির এমন বানানটি ব্যবহার করতাম| তাই আমি মনে করি যে সম্পূর্ণ নাহলেও বানান নির্ধারণ করা কিন্তু কিছুটা ব্যক্তিগত সিদ্ধান্তই হ​য়।

উপসংহারে, শিরোনামের পুনঃ-স্থানন্তরের ব্যপারটা আমি আপনার বিবেচনার উপরই ছেড়ে দিচ্ছি। আবারো ধন্যবাদ! -- মৌর্য্য বিশ্বাস​ (আলাপ - অবদান) ১০:২৬, ১২ সেপ্টেম্বর ২০১৫‎ (ইউটিসি)[উত্তর দিন]