আলাপ:রিয়াজ/ভালো নিবন্ধ ১

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ভালো নিবন্ধের পর্যালোচনা[সম্পাদনা]

নিবন্ধ (সম্পাদনা | ইতিহাস) • নিবন্ধের আলাপ (সম্পাদনা | ইতিহাস) • নজরতালিকায় রাখুন

পর্যালোচক[সম্পাদনা]

পর্যালোচনাসমূহ[সম্পাদনা]

চলচ্চিত্র তালিকাটি আলাদা নিবন্ধে স্থানান্তর করা হলো। মূল নিবন্ধে প্রধান কিছু চলচ্চিত্রের নাম রাখলেই যথেষ্ঠ। -- যুদ্ধমন্ত্রী আলাপ ০৯:২৭, ২০ নভেম্বর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
সূচনাংশ নিরপেক্ষভাবে সম্পাদনা করা হল। যাচাই করে দেখুন কেউ। কোন গুরুত্বপূর্ন তথ্য বাদ কিংবা ভূল তথ্য যোগ হল কিনা। - রাহাত (আলাপ) ০৯:৩৯, ২০ নভেম্বর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
নিবন্ধে ব্যাপকহারে অপ্রয়োজনীয় বিশেষণ ব্যবহার করা হয়েছে। বিশিষ্ট, ব্যাপক, দারুণ, অসাধারণ, জনপ্রিয়, বহুল প্রতিক্ষীত এসব বিশেষণ বিশ্বকোষে মানানসই নয়। এছাড়াও বাক্য গঠনেও কিছু কিছু সমস্যা রয়েছে। এখন পর্যন্ত “২০০১-২০০৫” অনুচ্ছেদ পর্যন্ত এ বিষয়গুলো সংশোধন করার চেষ্ঠা করেছি। আজকেই ভালো নিবন্ধ হিসেবে উত্তীর্ণ করতে চেয়েছিলাম কিন্তু নিবন্ধ বেশ বড় এবং এগুলো সংশোধন করতে সময় লাগছে। তবে আজ-কালের মধ্যেই আরেকটি ভালো নিবন্ধ বাড়বে আশা রাখি :)--যুদ্ধমন্ত্রী আলাপ ০০:০১, ৭ আগস্ট ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

পর্যালোচনাসমূহ[সম্পাদনা]

ভালো নিবন্ধ পর্যালোচনা (কোনগুলো ভালো নিবন্ধের গুণাবলী এবং কোনগুলো গুণাবলী বিবেচিত হয়না সেগুলো সম্পর্কে জানুন)

  1. নিবন্ধটি সুলিখিত
    ক) (গদ্য): খ) (রচনাশৈলী সহ বিন্যাস, তালিকা ইত্যাদি):
    passed
  2. তথ্যগতভাবে নির্ভুল এবং যাচাইযোগ্য
    ক) (তথ্যসূত্র): খ) ( নির্ভরযোগ্য উৎস থেকে উদ্ধৃতি করা হয়েছে): গ) (মৌলিক গবেষণা):
    passed
  3. নিবন্ধের ব্যাপকতা বা ব্যপ্তি রয়েছে
    ক) (প্রধান বিষয়): খ) (মূল বিষয়েই নিবন্ধ আছে কিনা):
    passed
  4. নিরপেক্ষভাবে লিখিত
    'পক্ষপাত ব্যতীত তুল্যমূল্য উপস্থাপনা:
    passed
  5. নিবন্ধটি স্থিতিশীল
    কোনো সম্পাদনা যুদ্ধ বা পরিবর্তনশীল হচ্ছে কিনা:
    passed
  6. যথাযথ স্থানে বর্ণনাসহ চিত্র ব্যবহৃত হয়েছে।
    ক) ( সকল মুক্ত ছবি আছে কিনা বা কোনো সৌজন্যমূলক ছবি থাকলে তা ঠিক বর্ননা করা আছে কিনা ): খ) (ছবিতে ছবির উপযোগি বর্ণনা আছে কিনা):
    passed
  7. সিদ্ধান্ত: ভালো নিবন্ধ হিসেবে উত্তীর্ণ করা হয়েছে।--যুদ্ধমন্ত্রী আলাপ ২২:৩৯, ৮ আগস্ট ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
    উত্তীর্ণ: